কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ৯ লাখ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার ভোরে এসব জব্দ করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক সাইফুল ইসলাম সুমন আজ বিকেলে ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন—টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার আবদুল শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), তাঁর মা সোনা মেহের (৫৫), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২), টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩১) ও হ্নীলার জাদিরপাড়া এলাকার শামশুল আলমের ছেলে এমরান প্রকাশ লাদেন (২৮)।
র্যাব অধিনায়ক সাইফুল ইসলাম সুমন জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক মামলা রয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে র্যাবের একটি টিম টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২ লাখ ইয়াবাসহ আলমগীর, সোনা মেহের ও আবুল বশরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য মতে টেকনাফের হ্নীলা থেকে ৭ লাখ ইয়াবাসহ ফয়সাল ও এমরান ওরফে লাদেনকে গ্রেপ্তার করা হয়।
এক বছরের মধ্যে এটিই উদ্ধার করা ইয়াবার বড় চালান। গ্রেপ্তার ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এদিকে সোমবার রাতে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া থেকে রশিদ আহমদ নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মাদক মামলায় সাজাপ্রাপ্ত এই আসামি ২২ বছর আত্মগোপনে ছিলেন। রশিদ ওই এলাকার হাজি আনোয়ারুল ইসলামের ছেলে। রশিদকে কক্সবাজার সদর থানার পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
কক্সবাজারের টেকনাফে ৯ লাখ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার ভোরে এসব জব্দ করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক সাইফুল ইসলাম সুমন আজ বিকেলে ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন—টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার আবদুল শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), তাঁর মা সোনা মেহের (৫৫), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২), টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩১) ও হ্নীলার জাদিরপাড়া এলাকার শামশুল আলমের ছেলে এমরান প্রকাশ লাদেন (২৮)।
র্যাব অধিনায়ক সাইফুল ইসলাম সুমন জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক মামলা রয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে র্যাবের একটি টিম টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২ লাখ ইয়াবাসহ আলমগীর, সোনা মেহের ও আবুল বশরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য মতে টেকনাফের হ্নীলা থেকে ৭ লাখ ইয়াবাসহ ফয়সাল ও এমরান ওরফে লাদেনকে গ্রেপ্তার করা হয়।
এক বছরের মধ্যে এটিই উদ্ধার করা ইয়াবার বড় চালান। গ্রেপ্তার ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এদিকে সোমবার রাতে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া থেকে রশিদ আহমদ নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মাদক মামলায় সাজাপ্রাপ্ত এই আসামি ২২ বছর আত্মগোপনে ছিলেন। রশিদ ওই এলাকার হাজি আনোয়ারুল ইসলামের ছেলে। রশিদকে কক্সবাজার সদর থানার পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কামতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেচলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আজ রাত ১০টায় আহ্বান করা বৈঠকে যাচ্ছে না কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।
৫ মিনিট আগেবিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, ‘বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ
১৫ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
২৮ মিনিট আগে