রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

রাঙামাটি প্রতিনিধি
Thumbnail image

আজ বুধবার সকালে রাঙামাটি রাজবন বিহারে তাবতিংস পূজা, সীমাঘরে বর্ষাবাস সমাপ্ত করে সূত্রপাত করেন রাজবন বিহারের ভিক্ষুরা। এর নেতৃত্ব দেন রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথের।

এরপর রাজবন বিহার মাঠে আয়োজন করা হয় সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, হাজার প্রদীপ দানসহ নানান দানানুষ্ঠান। পুণ্যার্থীরা গ্রহণ করে পঞ্চশীল। পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথের। 

এ সময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আষাঢ়ে পূর্ণিমা তিথিতে বুদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস শুরু করেন। এ তিন মাস তারা একটি বিহারে অবস্থান করে ধর্মচর্চা করে থাকেন। প্রবারণা পূর্ণিমা বা আশ্বনি পূর্ণিমা তিথিতে এ বর্ষাবাস সমাপ্ত করে ধর্ম প্রচারে বেরিয়ে পড়েন। আজ থেকে শুরু হয়েছে কঠিন চীবর দান। এ চীবর দানের মাধ্যমে বুদ্ধ ভিক্ষুরা ধর্ম প্রচার করে থাকেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত