Ajker Patrika

টেকনাফে দুই কেজি আইস ফেলে পালাল পাচারকারী 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯: ৫৭
টেকনাফে দুই কেজি আইস ফেলে পালাল পাচারকারী 

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারের জন্য আনা দুই কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস ফেলে পালিয়েছে পাচারকারী। গতকাল সোমবার রাত ৮টার দিকে  উপজেলার সদর ইউনিয়নের মির্জার জোড়া খাল নামক এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব আইস উদ্ধার করে।  বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

মহিউদ্দীন আহমেদ বলেন, রাতে নাফ নদীর মির্জার খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবি সতর্ক অবস্থান নেয়। একপর্যায়ে এক ব্যক্তিকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে নাফ নদীর মির্জার জোড়া খালের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন।

তিনি জানান, এ সময় পাচারকারী সঙ্গে থাকা প্লাস্টিকের ছোট একটি ব্যাগ ফেলে ঘন কেওড়াবাগানের ভেতর দিয়ে পালিয়ে যান। পরে ব্যাগটি খুলে ২ কেজি ১০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুত রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত