নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার গুদামে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ওই শ্রমিকের নাম মো. মাসুদ (৩৫)। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। এর আগে শুক্রবার সকালে কোতোয়ালি থানার খাতুনগঞ্জের নবী মার্কেটে অবস্থিত টিপিপি এন্টারপ্রাইজ নামের মসলার একটি গুদাম থেকে মাসুদসহ তিন শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাতে ওই গুদামে ঘুমিয়ে পড়েন তিন শ্রমিক। পর দিন সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় প্রচণ্ড ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন তাঁরা। তাঁদের মধ্যে মৌসুমের অবস্থা গুরুতর ছিল। পরে গুদামে থাকা অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাঁদের মধ্যে মাসুদ চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। বাকি দুজন সুস্থ হয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মিজানুর রহমান বলেন, ওই গুদামে রাখা মসলাজাতীয় পণ্য বিভিন্ন পোকামাকড় ও ইঁদুরের হাত থেকে বাঁচাতে সেখানে নিয়মিত কীটনাশক ব্যবহার করা হতো। বৃহস্পতিবার রাতেও কর্তৃপক্ষ গুদামে কীটনাশক ছিটিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, কীটনাশকের বিষক্রিয়ায় গুদামের একপাশে ঘুমিয়ে থাকা ওই শ্রমিকেরা আক্রান্ত হয়েছিলেন।
পুলিশ কর্মকর্তা মিজানুর আরও জানান, অভিযোগ থাকলে নিহত ব্যক্তির পরিবারকে লিখিত আকারে জানাতে বলা হয়েছে। কিন্তু তাঁরা অভিযোগ করবেন না বলে জানিয়ে দেন।
এ বিষয়ে জানতে টিপিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম সালাউদ্দিনের মোবাইল ফোন একাধিকবার কল ও বার্তা পাঠানোর পরও তিনি সাড়া দেননি।
চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার গুদামে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ওই শ্রমিকের নাম মো. মাসুদ (৩৫)। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। এর আগে শুক্রবার সকালে কোতোয়ালি থানার খাতুনগঞ্জের নবী মার্কেটে অবস্থিত টিপিপি এন্টারপ্রাইজ নামের মসলার একটি গুদাম থেকে মাসুদসহ তিন শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাতে ওই গুদামে ঘুমিয়ে পড়েন তিন শ্রমিক। পর দিন সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় প্রচণ্ড ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন তাঁরা। তাঁদের মধ্যে মৌসুমের অবস্থা গুরুতর ছিল। পরে গুদামে থাকা অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাঁদের মধ্যে মাসুদ চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। বাকি দুজন সুস্থ হয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মিজানুর রহমান বলেন, ওই গুদামে রাখা মসলাজাতীয় পণ্য বিভিন্ন পোকামাকড় ও ইঁদুরের হাত থেকে বাঁচাতে সেখানে নিয়মিত কীটনাশক ব্যবহার করা হতো। বৃহস্পতিবার রাতেও কর্তৃপক্ষ গুদামে কীটনাশক ছিটিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, কীটনাশকের বিষক্রিয়ায় গুদামের একপাশে ঘুমিয়ে থাকা ওই শ্রমিকেরা আক্রান্ত হয়েছিলেন।
পুলিশ কর্মকর্তা মিজানুর আরও জানান, অভিযোগ থাকলে নিহত ব্যক্তির পরিবারকে লিখিত আকারে জানাতে বলা হয়েছে। কিন্তু তাঁরা অভিযোগ করবেন না বলে জানিয়ে দেন।
এ বিষয়ে জানতে টিপিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম সালাউদ্দিনের মোবাইল ফোন একাধিকবার কল ও বার্তা পাঠানোর পরও তিনি সাড়া দেননি।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনা রাজনৈতিক কারণে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দাবি, এতে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয়। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত সংবাদের কিছু তথ্যকে ‘বিভ্রান্তিকর’ বলে...
১১ মিনিট আগেসুবিশাল দৃষ্টিনন্দন ভবন। ভবনের গায়ে বড় করে লেখা রয়েছে ‘বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণনকেন্দ্র’। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল বীজ বিপণন ও সংরক্ষণের জন্য হিমাগার। ভবনের সামনে রয়েছে ফুল মোড়কজাত (প্যাকেজিং) ও বিক্রির জন্য পাকা মেঝে এবং টিনের ছোট ছোট ছাউনি (শেড)। তবে যে কারণে এত সুযোগ-সুবিধার আয়োজন,
২৭ মিনিট আগেকক্সবাজার সমুদ্রসৈকতে ছবি তুলে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করার অভিযোগ উঠেছে ফটোগ্রাফারদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে পৃথক অভিযান চালিয়ে ১৭টি ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ।
১ ঘণ্টা আগেবরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মনসাতলী গ্রামের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে