নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনা রাজনৈতিক কারণে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দাবি, এতে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয়। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত সংবাদের কিছু তথ্যকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৩ এপ্রিল সকালে কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ঈদ উপলক্ষে ‘আপন দুলাল’ নাটকের মহড়া চলছিল। এটি স্থানীয় যুবদল নেতা শামসুল হকের নেতৃত্বে আয়োজন করা হয়। নাটক আয়োজনে বিএনপির স্থানীয় সিনিয়র ও জুনিয়র নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমানের অনুরোধে শামসুল হক নাটকটি মঞ্চায়ন থেকে বিরত থাকেন।
পুলিশ দাবি করেছে, ঘটনাস্থলে কোনো মঞ্চ ভাঙার ঘটনা ঘটেনি। বরং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়।
পুলিশের পোস্টে আরও বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যম রানীগঞ্জ বাজার মসজিদের ইমামের বক্তব্য উল্লেখ করে যে খবর প্রকাশ করেছে, তা বিভ্রান্তিকর। ফেসবুক পোস্টে দাবি করা হয়, ইমাম আজিজুল হক বলেছেন, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি। তবে স্থানীয় খন্দকার শাহাদাত হোসেন নামের এক নাট্যকর্মী গণমাধ্যমকে জানান, বুধবার রাতে তাঁরা নাটক নিয়ে আলোচনা করছিলেন। তখন রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি ও কয়েকজন মুসল্লি এসে নাটক বন্ধ রাখার অনুরোধ করেন। পরদিন সকাল ৯টার মধ্যে নাটকের মঞ্চ ও প্যান্ডেল খুলে নেওয়া হয়।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনা রাজনৈতিক কারণে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দাবি, এতে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয়। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত সংবাদের কিছু তথ্যকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৩ এপ্রিল সকালে কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ঈদ উপলক্ষে ‘আপন দুলাল’ নাটকের মহড়া চলছিল। এটি স্থানীয় যুবদল নেতা শামসুল হকের নেতৃত্বে আয়োজন করা হয়। নাটক আয়োজনে বিএনপির স্থানীয় সিনিয়র ও জুনিয়র নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমানের অনুরোধে শামসুল হক নাটকটি মঞ্চায়ন থেকে বিরত থাকেন।
পুলিশ দাবি করেছে, ঘটনাস্থলে কোনো মঞ্চ ভাঙার ঘটনা ঘটেনি। বরং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়।
পুলিশের পোস্টে আরও বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যম রানীগঞ্জ বাজার মসজিদের ইমামের বক্তব্য উল্লেখ করে যে খবর প্রকাশ করেছে, তা বিভ্রান্তিকর। ফেসবুক পোস্টে দাবি করা হয়, ইমাম আজিজুল হক বলেছেন, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি। তবে স্থানীয় খন্দকার শাহাদাত হোসেন নামের এক নাট্যকর্মী গণমাধ্যমকে জানান, বুধবার রাতে তাঁরা নাটক নিয়ে আলোচনা করছিলেন। তখন রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি ও কয়েকজন মুসল্লি এসে নাটক বন্ধ রাখার অনুরোধ করেন। পরদিন সকাল ৯টার মধ্যে নাটকের মঞ্চ ও প্যান্ডেল খুলে নেওয়া হয়।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৭ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৭ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৮ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে