বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত হওয়া ৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে এসব লাশ হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। তিনি বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিহতরা হলেন কিশোরগঞ্জের আব্দুল মোহন (১৬), বাবু (২০), এরশাদুল হক ও মো. শাহ আলম (৩১) ; গাজীপুরের সাগর (২২) ও অলিউল্লাহ (৩৫) ; কক্সবাজারের রামুর জসীম উদ্দিন (২৮) এবং ময়মনসিংহের তপু হাসান (২৮)। নিহত আরেকজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আর বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) পক্ষ থেকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’
ইউএনও শিরীন আক্তার আরও বলেন, ‘বিআরটিএর পক্ষ থেকে প্রতি নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ও প্রতি আহত ব্যক্তিকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। মরদেহ হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।’
জানা গেছে, আহত চারজনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আজ সকালে গাজীপুরের আহির উদ্দিন ও তাঁর ছেলে সামিউলকে স্বজনেরা ঢাকায় নিয়ে গেছেন।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান, ‘আহত ১০ জনকে হাসপাতালে আনার পর চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন ছয় শ্রমিককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত হওয়া ৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে এসব লাশ হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। তিনি বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিহতরা হলেন কিশোরগঞ্জের আব্দুল মোহন (১৬), বাবু (২০), এরশাদুল হক ও মো. শাহ আলম (৩১) ; গাজীপুরের সাগর (২২) ও অলিউল্লাহ (৩৫) ; কক্সবাজারের রামুর জসীম উদ্দিন (২৮) এবং ময়মনসিংহের তপু হাসান (২৮)। নিহত আরেকজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আর বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) পক্ষ থেকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’
ইউএনও শিরীন আক্তার আরও বলেন, ‘বিআরটিএর পক্ষ থেকে প্রতি নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ও প্রতি আহত ব্যক্তিকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। মরদেহ হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।’
জানা গেছে, আহত চারজনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আজ সকালে গাজীপুরের আহির উদ্দিন ও তাঁর ছেলে সামিউলকে স্বজনেরা ঢাকায় নিয়ে গেছেন।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান, ‘আহত ১০ জনকে হাসপাতালে আনার পর চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন ছয় শ্রমিককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
২৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে