নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। এখন করছে জনগণ।’ আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। মামলায় ১০টা নামে দিত, ৫০টা বেনামে। এখন জনগণ দিচ্ছে ১০টা নামে, ৫০টা বেনামে।’ তিনি বলেন, ‘ভুয়া মামলায় কেউ যাতে হেনস্তার শিকার না হয়, সে সম্পর্কে আমরা টাকা দিয়ে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েছি। একচুয়াল মামলা হলে আপনারে ধরার কথা। এ রকম যাদের আছে কাউকে কি ধরা হয়েছে? মামলাটা তো আমার পুলিশ, র্যাব, আর্মি, আনসার দেয়নি; পাবলিক দিয়েছে। এ জন্য আপনি যেকোনো হেনস্তার শিকার হননি এ জন্য আমাদের আরও ধন্যবাদ দেওয়ার কথা।’
সম্প্রতি পাকিস্তান থেকে বাংলাদেশে আসা জাহাজ নিয়ে গুজব প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা কি নিষিদ্ধ আছে? আমরা কি কারও কাছে বন্দী নাকি, যে শুধু তাকেই সেবা করব? আমার দেশ সবার জন্য খোলা। খেজুর, পেঁয়াজ, আলু—এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে, তারা আমাদের দেশের শত্রু। এই জাহাজটা মধ্যপ্রাচ্য থেকে এসেছে। সেখান থেকে প্রথমে একটা দেশে গেছে। এরপর আমাদের দেশে এসেছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন সময় ভালো ছিল? আপনারা বলেন। এই যে একটি পূজা গেল, পূজাটি কত সুন্দরভাবে হয়ে গেল। আজ আমরা একটি মতবিনিময় সভা করেছি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায়, এ ব্যাপারে আলাপ করা হয়েছে। এ ব্যাপারে আপনাদের সাহায্য ও সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে।’
পুলিশের কাজের অগ্রগতি সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে, বললেই সব হয়ে যাবে।’
কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা জয়েন করেনি, তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে।’
সাংবাদিকদের উদ্দেশে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তাতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু সেই সুনাম নেই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা।’
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন র্যাবের ডিজি (মহাপরিচালক) এ কে এম শহিদুর রহমানসহ সেনা, নৌ, বিজিবি, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। এখন করছে জনগণ।’ আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। মামলায় ১০টা নামে দিত, ৫০টা বেনামে। এখন জনগণ দিচ্ছে ১০টা নামে, ৫০টা বেনামে।’ তিনি বলেন, ‘ভুয়া মামলায় কেউ যাতে হেনস্তার শিকার না হয়, সে সম্পর্কে আমরা টাকা দিয়ে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েছি। একচুয়াল মামলা হলে আপনারে ধরার কথা। এ রকম যাদের আছে কাউকে কি ধরা হয়েছে? মামলাটা তো আমার পুলিশ, র্যাব, আর্মি, আনসার দেয়নি; পাবলিক দিয়েছে। এ জন্য আপনি যেকোনো হেনস্তার শিকার হননি এ জন্য আমাদের আরও ধন্যবাদ দেওয়ার কথা।’
সম্প্রতি পাকিস্তান থেকে বাংলাদেশে আসা জাহাজ নিয়ে গুজব প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা কি নিষিদ্ধ আছে? আমরা কি কারও কাছে বন্দী নাকি, যে শুধু তাকেই সেবা করব? আমার দেশ সবার জন্য খোলা। খেজুর, পেঁয়াজ, আলু—এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে, তারা আমাদের দেশের শত্রু। এই জাহাজটা মধ্যপ্রাচ্য থেকে এসেছে। সেখান থেকে প্রথমে একটা দেশে গেছে। এরপর আমাদের দেশে এসেছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন সময় ভালো ছিল? আপনারা বলেন। এই যে একটি পূজা গেল, পূজাটি কত সুন্দরভাবে হয়ে গেল। আজ আমরা একটি মতবিনিময় সভা করেছি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায়, এ ব্যাপারে আলাপ করা হয়েছে। এ ব্যাপারে আপনাদের সাহায্য ও সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে।’
পুলিশের কাজের অগ্রগতি সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে, বললেই সব হয়ে যাবে।’
কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা জয়েন করেনি, তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে।’
সাংবাদিকদের উদ্দেশে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তাতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু সেই সুনাম নেই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা।’
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন র্যাবের ডিজি (মহাপরিচালক) এ কে এম শহিদুর রহমানসহ সেনা, নৌ, বিজিবি, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ি থানায় হওয়া মানবপাচার মামলা প্রত্যাহার করতে বাদীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মো. রবিউল হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
২৩ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে মসজিদ কমিটির সেক্রেটারিকে অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পানিউমদা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
৩৬ মিনিট আগেজাল-জালিয়াতি, প্রতারণা ও ব্যবসায়িক লেনদেনে বিশ্বাসভঙ্গের অভিযোগে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে
৪১ মিনিট আগে