Ajker Patrika

নোয়াখালী পৌরসভার ৩৪ কেন্দ্রে ইভিএমএ ভোটগ্রহণ চলছে

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১১: ২৪
নোয়াখালী পৌরসভার ৩৪ কেন্দ্রে ইভিএমএ ভোটগ্রহণ চলছে

নোয়াখালী পৌরসভার নির্বাচন শুরু হয়েছে। নগরীর ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে চলছে ভোটগ্রহণ। নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই ভোট প্রদান করেছেন। আজ রোববার সকাল ৮টায় পৌর শহরের পাবলিক কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. সহিদ উল্যাহ্ খান সোহেল। সকাল ৯টার দিকে সোনাপুর কারামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন বিএনপির সমর্থক স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী শহিদুল ইসলাম কিরন। 

সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, শীত উপেক্ষা করে ভোর থেকে কেন্দ্রের মাঠে সারিবদ্ধভাবে ভোটাররা প্রবেশ করতে শুরু করেন। সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রের ভেতরে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 

উল্লেখ্য, নোয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৫ হাজার ৭২৬ জন। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‍্যাব, পুলিশের চারটি মোবাইল টিম, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯টি ওয়ার্ডে একজন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রশাসন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত