সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় রশিদ খোনারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই যুবককে এলাকাবাসী আটক করে সেনবাগ থানা-পুলিশে সোপর্দ করেছে।
ধর্ষণে জড়িত ব্যক্তিরা হলেন উপজেলার কাদরা ইউপির পূর্ব আহম্মদপুর গ্রামের রশিদ খোনারের বাড়ির মৃত তোফাজ্জল হকের ছেলে তাজুল ইসলাম প্রকাশ কালা (৩৫) এবং একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. রাজু (২৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ সাঈদী আজকের পত্রিকাকে জানান, ভিকটিম (৬৫) তাঁর বাড়ির পাশের একটি আমগাছতলায় আম কুড়াতে যান। এ সময় দুই বখাটে কালা ও রাজু বৃদ্ধার মুখ চেপে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুজন ভয়ভীতি প্রদর্শন করে বৃদ্ধাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান।
আবু সাঈদ সাঈদী আরও বলেন, ‘পরে বৃদ্ধা বিষয়টি আমাকে জানালে স্থানীয়দের নিয়ে দুই ধর্ষককে আটক করে বেঁধে ফেলা হয়। খবর দেওয়া হয় সেনবাগ থানায়। খবর পেয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে থেকে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে।’
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃদ্ধার ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। দুই বখাটেকে নোয়াখালীর বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এদিকে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় জড়িত দুই বখাটের ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী।
নোয়াখালীর সেনবাগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় রশিদ খোনারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই যুবককে এলাকাবাসী আটক করে সেনবাগ থানা-পুলিশে সোপর্দ করেছে।
ধর্ষণে জড়িত ব্যক্তিরা হলেন উপজেলার কাদরা ইউপির পূর্ব আহম্মদপুর গ্রামের রশিদ খোনারের বাড়ির মৃত তোফাজ্জল হকের ছেলে তাজুল ইসলাম প্রকাশ কালা (৩৫) এবং একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. রাজু (২৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ সাঈদী আজকের পত্রিকাকে জানান, ভিকটিম (৬৫) তাঁর বাড়ির পাশের একটি আমগাছতলায় আম কুড়াতে যান। এ সময় দুই বখাটে কালা ও রাজু বৃদ্ধার মুখ চেপে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুজন ভয়ভীতি প্রদর্শন করে বৃদ্ধাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান।
আবু সাঈদ সাঈদী আরও বলেন, ‘পরে বৃদ্ধা বিষয়টি আমাকে জানালে স্থানীয়দের নিয়ে দুই ধর্ষককে আটক করে বেঁধে ফেলা হয়। খবর দেওয়া হয় সেনবাগ থানায়। খবর পেয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে থেকে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে।’
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃদ্ধার ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। দুই বখাটেকে নোয়াখালীর বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এদিকে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় জড়িত দুই বখাটের ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী।
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকালেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
২ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে