চাঁদপুরে চাল জব্দের ঘটনায় চেয়ারম্যানসহ ৪ জনের নামে মামলা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৯: ১৪
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৯: ৪২

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধারের ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেন এ মামলা দায়ের করেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সী (৫০), দেশগাঁও গ্রামের আবুল খায়ের ওরফে কালু (৬০) ও মো. জাহাঙ্গীর হোসেন (৫৫)।

পুলিশের ধারণা, কোরবানির ঈদে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জিআর প্রকল্পের ১০ কেজি চাল স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু বিলি না করে কৌশলে বিক্রি করে দেন।

পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়াবাড়িতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন।

হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার করে। ছবি: সংগৃহীতএ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। চাল উদ্ধারের ঘটনার পর গা ঢাকা দিয়েছেন ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু ও ওয়ার্ড মেম্বার আমির মুন্সী।

ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মোবাইল ফোনে বলেন, এসব চাল কাবিখার। স্থানীয় ইউপি সদস্য এসব চাল গ্রামের লোকদের কাছে বিক্রি করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, চাল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। তদন্তের দায়িত্ব দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরকে দেওয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে চালগুলো জিআর প্রকল্পের কি না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত