সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কলেজছাত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযুক্ত যুবক রবিউল হাসান (২২), তাঁর বাবা শফিউল আলমসহ (৫৫) চারজনকে আসামি করা হয়েছে।
তবে অভিযুক্ত যুবক রবিউল হাসানের পরিবারের দাবি, তাদের ছেলের সঙ্গে ওই কলেজছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় কলেজছাত্রী তাদের ছেলের সঙ্গে পালিয়েছে।
মামলার বাদী আলাউদ্দীন বলেন, ‘কলেজে যাওয়ার পথে রবিউল হাসান বেশ কয়েকজন সহযোগীকে নিয়ে আমার মেয়েকে প্রায়ই পথ আটকে প্রেমের প্রস্তাব দিত। কিন্তু তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় উত্ত্যক্তের পাশাপাশি অপহরণ করার হুমকি দেয়। ৭ মে কেনাকাটার জন্য সীতাকুণ্ডে যাওয়ার পথে রবিউল হাসানসহ উল্লিখিত আসামিরা আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে মেয়ের চিন্তায় আমি ও আমার পুরো পরিবার নিদ্রাহীন দিনযাপন করছে।’
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আজকের পত্রিকাকে বলেন, কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ এনে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কলেজছাত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযুক্ত যুবক রবিউল হাসান (২২), তাঁর বাবা শফিউল আলমসহ (৫৫) চারজনকে আসামি করা হয়েছে।
তবে অভিযুক্ত যুবক রবিউল হাসানের পরিবারের দাবি, তাদের ছেলের সঙ্গে ওই কলেজছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় কলেজছাত্রী তাদের ছেলের সঙ্গে পালিয়েছে।
মামলার বাদী আলাউদ্দীন বলেন, ‘কলেজে যাওয়ার পথে রবিউল হাসান বেশ কয়েকজন সহযোগীকে নিয়ে আমার মেয়েকে প্রায়ই পথ আটকে প্রেমের প্রস্তাব দিত। কিন্তু তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় উত্ত্যক্তের পাশাপাশি অপহরণ করার হুমকি দেয়। ৭ মে কেনাকাটার জন্য সীতাকুণ্ডে যাওয়ার পথে রবিউল হাসানসহ উল্লিখিত আসামিরা আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে মেয়ের চিন্তায় আমি ও আমার পুরো পরিবার নিদ্রাহীন দিনযাপন করছে।’
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আজকের পত্রিকাকে বলেন, কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ এনে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
১৯ মিনিট আগেরাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম, ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
২৭ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে হত্যা মামলায় স্বামী হীরা চৌধুরীকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
৩১ মিনিট আগেখুলনার খালিশপুরে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগে