Ajker Patrika

মেরিন ড্রাইভে ২ কেজি আইস ফেলে পালাল পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ১৪: ২২
মেরিন ড্রাইভে ২ কেজি আইস ফেলে পালাল পাচারকারী

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে বিজিবির ধাওয়া খেয়ে দুই কেজি ক্রিস্টাল ম্যাথ (আইস) ফেলে পালিয়েছে পাচারকারী। গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট এলাকা থেকে আইসগুলো উদ্ধার করে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের লম্বরী ঘাট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। তাতে বিজিবির সদস্যরা একাধিক দলে ভাগ হয়ে ওই এলাকায় অভিযান চালান।

বিজিবির অধিনায়ক বলেন, রাত পৌনে ১১টার দিকে সমুদ্রসৈকতের দিক থেকে আসা এক ব্যক্তিকে মেরিন ড্রাইভ সড়কে থামার জন্য নির্দেশ দেন বিজিবি সদস্যরা। তখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া দিলে লোকটি সঙ্গে থাকা একটি পোটলা ফেলে পালিয়ে যান। ওই পোটলায় ২ কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে পালিয়ে যাওয়া পাচারকারীকে চিহ্নিত করতে বিজিবি কাজ করছে জানিয়ে মহিউদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুত রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত