সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এবারই প্রথম একজন নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নারী ইউপি চেয়ারম্যানের নাম মোসাম্মদ আসমা আক্তার। গত রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১ নম্বর শাহজাদাপুর ইউনিয়ন থেকে তিনি নির্বাচিত হয়েছেন।
আসমা আক্তার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আরমান মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী বলেন, ‘আজ পর্যন্ত সরাইলের কোনো ইউনিয়নের নারীকে নির্বাচন করে চেয়ারম্যান হতে দেখিনি। এবারই প্রথম দেখলাম।’
বিষয়টি এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে আলোচনায়।
আসমা আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি তিনবার ইউপির সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।
নব-নির্বাচিত চেয়ারম্যান আসমা আক্তার বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে। আমি সুখে-দুঃখে তাদের পাশে থেকে সাধ্যমতো কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, এই বিজয়ে নারীরা আরও এক ধাপ এগিয়ে যাবে ও দল শক্তিশালী হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এবারই প্রথম একজন নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নারী ইউপি চেয়ারম্যানের নাম মোসাম্মদ আসমা আক্তার। গত রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১ নম্বর শাহজাদাপুর ইউনিয়ন থেকে তিনি নির্বাচিত হয়েছেন।
আসমা আক্তার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আরমান মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী বলেন, ‘আজ পর্যন্ত সরাইলের কোনো ইউনিয়নের নারীকে নির্বাচন করে চেয়ারম্যান হতে দেখিনি। এবারই প্রথম দেখলাম।’
বিষয়টি এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে আলোচনায়।
আসমা আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি তিনবার ইউপির সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।
নব-নির্বাচিত চেয়ারম্যান আসমা আক্তার বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে। আমি সুখে-দুঃখে তাদের পাশে থেকে সাধ্যমতো কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, এই বিজয়ে নারীরা আরও এক ধাপ এগিয়ে যাবে ও দল শক্তিশালী হবে।’
বিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, ‘বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ
৯ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
২৩ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
২৭ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৮ মিনিট আগে