Ajker Patrika

ঋণখেলাপি ব্যবসায়ীর ১৬ বছর কারাদণ্ড, জরিমানা ২০ কোটি টাকা

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
ঋণখেলাপি ব্যবসায়ীর ১৬ বছর কারাদণ্ড, জরিমানা ২০ কোটি টাকা

চট্টগ্রামে ব্যাংক ঋণখেলাপের অভিযোগে শহীদুল করিম চৌধুরী নামের একজন ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড ও ২০ কোটি ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। নির্ধারিত জরিমানা অনাদায়ে আরও ৪ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পিপি মুজিবুর রহমান। 

দণ্ডাদেশপ্রাপ্ত ব্যবসায়ী চট্টগ্রামে চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়। 

মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় ১০ বছর কারাদণ্ড, ২০ কোটি টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড; ৪২০ ধারায় ৩ বছর কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড; ৪৭৭ ধারার অভিযোগে ৩ বছর কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানা যায়, ১৯৯৪ সালের ২ জুলাই নগরের লালদীঘি পাড় জনতা ব্যাংক শাখা থেকে ১১ কোটি ৮১ লাখ টাকা ঋণ নেন আসামি। ঋণ পরিশোধ না করায় আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। ২০০৩ সালের ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আদালতে ১১ জন সাক্ষ্য দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত