Ajker Patrika

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদণ্ড 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদণ্ড 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে তরমুজ ও কলাসহ বিভিন্ন নিত্য পণ্যের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ জনকে ১৪ মামলায় ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। 

তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথভাবে এই অভিযান চালান তিনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ৮ জনকে ৮ মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেন। আর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৬ জনকে ৬ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের স্টাফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতের এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার পদুয়াসহ তেওয়ারী হাটে তরমুজ ও কলাসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে অভিযান চালান। মূল্যতালিকা ছাড়া ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত এসময় ১৪ জনকে ১৪ মামলায় ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।ক্রেতারা জানান, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের অস্বাভাবিক দামে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ফলে দ্রব্যমূল্যের এই অস্বাভাবিক মূল্য ঠেকাতে বাজারে নিয়মিত অভিযান চালান দরকার। 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, মূল্য তালিকা ছাড়া ও অধিক মূল্যে পণ্য বিক্রি করার দায়ে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পদুয়া বাজারে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার পদুয়া বাজারে নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়েছে। তরমুজ ও কলাসহ সকল দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন পূর্বক পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত