নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আবারও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহীম নেওয়াজ (৩০) নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল সোমবার ঘটনাটি ঘটলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, কারা অভ্যন্তরে ওই বন্দীকে টিনশেডের একটি রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত বন্দীর বাড়ি রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। চট্টগ্রামের রাউজান থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে বন্দী।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম কারাগারে রুবেল দে নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী পরিবার।
এদিকে কারা অভ্যন্তরে বন্দীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। কমিটিতে বিভাগের আরও তিন জেলা কারাগারের জেল সুপারকে সদস্য করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে খাদ্যগুদামের সামনে চৌবাচ্চার টিনশেডের রডের সঙ্গে প্লাস্টিকের বস্তা ও কম্বলের বর্ডারের অংশ দিয়ে ঝুলে থাকতে দেখা যায় বন্দী ইব্রাহীম নেওয়াজকে। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছে।
আবারও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহীম নেওয়াজ (৩০) নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল সোমবার ঘটনাটি ঘটলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, কারা অভ্যন্তরে ওই বন্দীকে টিনশেডের একটি রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত বন্দীর বাড়ি রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। চট্টগ্রামের রাউজান থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে বন্দী।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম কারাগারে রুবেল দে নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী পরিবার।
এদিকে কারা অভ্যন্তরে বন্দীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। কমিটিতে বিভাগের আরও তিন জেলা কারাগারের জেল সুপারকে সদস্য করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে খাদ্যগুদামের সামনে চৌবাচ্চার টিনশেডের রডের সঙ্গে প্লাস্টিকের বস্তা ও কম্বলের বর্ডারের অংশ দিয়ে ঝুলে থাকতে দেখা যায় বন্দী ইব্রাহীম নেওয়াজকে। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছে।
সম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১২ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
১৫ মিনিট আগেচাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
১৯ মিনিট আগে