Ajker Patrika

কক্সবাজার সৈকতে ভেসে এল মৃত মা কচ্ছপ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ৫৭
কক্সবাজার সৈকতে ভেসে এল মৃত মা কচ্ছপ

কক্সবাজার সমুদ্র সৈকতের রেজুখালের মোহনায় সামুদ্রিক মা কচ্ছপের মৃতদেহ ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) বিজ্ঞানীরা মৃত কচ্ছপটি উদ্ধার করেন। 

বোরির বিজ্ঞানীদের ধারণা, ১০–১২ দিন আগে কচ্ছপটি মারা গেছে। বোরির হিসাবে চলতি বছর জানুয়ারি থেকে কক্সবাজার, উখিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও সোনাদিয়া সৈকতে এ নিয়ে মোট ২০টি মা কচ্ছপের মৃতদেহ পাওয়া গেছে। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অলিভ রিডলি প্রজাতির এই মা কচ্ছপ সৈকতের বালিয়াড়িতে ডিম পাড়তে আসার সময় জেলেদের জালে আটকা পড়ে কিংবা অন্য কোনো ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটির পেটে ১০২টি ডিম পাওয়া গেছে। কচ্ছপটির সামনের দিকের দুইটি ফ্লিপারের (সাঁতার কাটার পাখনা) একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ছিল। 

এর আগে, গতকাল বুধবার কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে একটি বিপন্ন স্তন্যপায়ী পরপইসের মৃতদেহ ভেসে আসে। কক্সবাজার সৈকতে এটিই প্রথম পরপইসের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বোরির বিজ্ঞানীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত