Ajker Patrika

করোনার নমুনা দিতে এসে হাসপাতালেই মারা গেলেন ব্যাংক কর্মকর্তা

প্রতিনিধি (চট্টগ্রাম) সীতাকুণ্ড
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২১: ০৭
করোনার নমুনা দিতে এসে হাসপাতালেই মারা গেলেন ব্যাংক কর্মকর্তা

করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসে মারা গেলেন ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খলিল (৫২)। আজ রোববার দুপুরে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে এই ঘটনা ঘটে। 

ইব্রাহিম খলিল জনতা ব্যাংক শাহ আমানত শাখায় কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে আসেন ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খলিল (৫২)।  তিনি নমুনা সংগ্রহের কক্ষ খুঁজতে থাকেন। হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকা এক যুবকের কাছে নমুনা পরীক্ষার কক্ষের বিষয়ে জানতে চান। কথা বলার সময় হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। একপর্যায়ে পড়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে তাঁকে পরীক্ষা- নিরিক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইটিআইডি হাসপাতালের উপ-পরিচালক বখতিয়ার আলম। 

তিনি বলেন,ব্যাংক কর্মকর্তা খলিল হৃদরোগে আক্রান্ত ছিলেন। হার্টের ব্লক অপারেশন করার জন্য করোনা পরীক্ষা করাতে এসেছিলেন। হাসপাতালে আসার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। একপর্যায়ে হাসপাতলের ফ্লোরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

নাটকে নায়কদের স্বেচ্ছাচারিতা নিয়ে মুখ খুললেন তিশা

৯ মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত