Ajker Patrika

বহিষ্কৃত নেতা অস্থির করে তুলছেন চমেক ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বহিষ্কৃত নেতা অস্থির করে তুলছেন চমেক ক্যাম্পাস

আসেফ বিন তাকী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হলেও করতেন না ইন্টার্নশিপ। অবৈধভাবে কক্ষ দখল ও হোস্টেলের মেস ম্যানেজারকে মারধর এবং সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় অবাঞ্ছিত ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। এতকিছুর পরেও ধরা-ছোঁয়ার বাইরে থেকে যান তিনি। কলেজে শোভাযাত্রা দিচ্ছেন নিয়মিত। দখল করে আছেন কলেজের হোস্টেল কক্ষও। 

কলেজ সূত্র জানায়, তাকী গত এক বছরে কোনো ইন্টার্নি করেননি। যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তার বেতন-ভাতাও বন্ধ করে দেয়। নানা অনিয়মের কারণে গত ২ আগস্ট চমেক প্রধান ছাত্রাবাসের ১২-বি কক্ষ থেকে তাকে মালপত্রসহ হোস্টেল থেকে বের করে দেয় কলেজ প্রশাসন। তারপর ইন্টার্ন হোস্টেলের ১৯ নম্বর কক্ষে ওঠেন তিনি। কলেজ প্রশাসনের নাকের ডগায় প্রতিদিনেই বহিরাগতদের নিয়ে শোভাযাত্রা দিচ্ছেন। সর্বশেষ গত ১০ অক্টোবর রাতে চমেকের প্রধান হোস্টেলের এক নেতার জন্মদিনও পালন করেছেন তিনি। 

চমেক একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তের চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে বহিষ্কৃত শিক্ষার্থী প্রবেশ নিষেধ থাকলেও কিছু বহিষ্কৃত শিক্ষার্থী ছাত্রাবাসে অবৈধভাবে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে গত ২ আগস্ট অবৈধভাবে দখলে থাকায় চমেক প্রধান ছাত্রাবাসের ১২-বি কক্ষ থেকে ইন্টার্ন চিকিৎসক আসেফ বিন তাকীকে মালপত্রসহ হোস্টেল থেকে বের করে দেওয়া হয়। 

নির্দেশনা অমান্য করে কোনো বহিষ্কৃত শিক্ষার্থী বা ইন্টার্ন চিকিৎসক কোনো ছাত্রাবাস বা কলেজ ক্যাম্পাসে অবৈধভাবে প্রবেশ বা অবস্থান করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ-প্রশাসনকে অনুরোধ জানানো হয়। সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজের কোনো শিক্ষার্থীকে বহিষ্কৃত বা অবাঞ্ছিত ইন্টার্ন চিকিৎসক তাকীর সঙ্গে দলবদ্ধভাবে কলেজ ক্যাম্পাস বা হোস্টেলে অবস্থান করতে দেখা গেলে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বলেও উল্লেখ করা হয়। 

অভিযোগের বিষয়ে আসেফ বিন তাকী আজকের পত্রিকাকে জানান, তিনি অবৈধভাবে হোস্টেলে থাকছেন না। তার হোস্টেলে থাকার বৈধতা আছে। 

চমেকের নতুন অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার বলেন, ‘বহিষ্কৃত কেউ ক্যাম্পাস হোস্টেলে প্রবেশ করতে পারবে না। অ্যাকাডেমিক সভায় এ রকমই সিদ্ধান্ত হয়। তবুও যদি কেউ কলেজ ক্যাম্পাসে থাকে, তাহলে সেটি পুলিশ-প্রশাসন দেখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত