কাপ্তাই প্রতিনিধি
না ফেরার দেশে চলে গেলেন দৈনিক আজকের পত্রিকার রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রতিনিধি চাউচিং মারমা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর রয়েল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রাজস্থলী বাসস্টেশনের একটি দোকানে বসে কথা বলতে বলতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম হাসপাতালে পাঠাতে বলেন। পরে সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাতেই চট্টগ্রাম রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চাউচিং মারমার বয়স হয়েছিল ৫১ বছর। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে রাজস্থলী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু মারমা, জেলা পরিষদের সদস্য ও জেলা আওআমী লীগের সাধারণ সম্পাদক হাজ মুছা মাতব্বর, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ওসি জাকির হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, কর্মরত সাংবাদিকদবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই।
সাংবাদিক চাউচিং মারমা আজকের পত্রিকা ছাড়াও বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রসহ বেশ কয়েকটি স্থানীয় দৈনিকে কাজ করতেন।
না ফেরার দেশে চলে গেলেন দৈনিক আজকের পত্রিকার রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রতিনিধি চাউচিং মারমা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর রয়েল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রাজস্থলী বাসস্টেশনের একটি দোকানে বসে কথা বলতে বলতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম হাসপাতালে পাঠাতে বলেন। পরে সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাতেই চট্টগ্রাম রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চাউচিং মারমার বয়স হয়েছিল ৫১ বছর। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে রাজস্থলী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু মারমা, জেলা পরিষদের সদস্য ও জেলা আওআমী লীগের সাধারণ সম্পাদক হাজ মুছা মাতব্বর, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ওসি জাকির হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, কর্মরত সাংবাদিকদবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই।
সাংবাদিক চাউচিং মারমা আজকের পত্রিকা ছাড়াও বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রসহ বেশ কয়েকটি স্থানীয় দৈনিকে কাজ করতেন।
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
৩৮ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
৪২ মিনিট আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে