চন্দনাইশে শঙ্খ নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের চন্দনাইশে শঙ্খনদ থেকে এক বৃদ্বার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে দোহাজারী চাগাচর এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

মৃত বৃদ্ধার নাম মিনা তালুকদার (৭০)। তিনি মিনা বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত সুখেন্দু তালুকদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার বৈলতলী থেকে জোয়ারের সময় লাশটি চাগাচর এলাকায় ভেসে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বেলা ২টার দিকে মিনা তালুকদারের লাশ উদ্ধার করা হয়।

সুখেন্দু তালুকদার মারা যাওয়ার পর তাঁর স্ত্রী মিনা তালকুদার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মাঝেমধ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরবর্তীতে চিকিৎসার পর তিনি ভালো হন। সম্প্রতি তিনি আবারও ভারসাম্যহীন হয়ে পড়েন। আজ সোমবার ভোরে ঘর থেকে বের হয়ে যান। পুলিশের ধারণা, নদে গোসল করতে নেমে ভেসে যান তিনি।

চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, দুপুরের দিকে দোহাজারী চাগাচর এলাকায় শঙ্খ নদে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে সুরুতহাল রির্পোট তৈরি করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত