Ajker Patrika

মেঘনায় ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ১১
মেঘনায় ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের নিয়মিত টহলে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

আটক ব্যক্তিরা হলেন মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) ও মো. কাঞ্চন (৩০)। তাঁদের সবার বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানায়। 

অভিযান পরিচালনা করা নৌ পুলিশের উপপরিদর্শক মো. মানিক মিয়া জানান, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় একটি ট্রলারে করে তিন জন যাত্রীকে যেতে দেখা যায়। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে স্পিডবোটে নিয়ে গতি রোধ করে ট্রলার তল্লাশি করা হয়। এ সময় তিনটি সাদা বস্তাভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে এর মধ্যে থাকা টেপ মোড়ানো ১১টি প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সময়ে আটক করা হয় গাঁজার সঙ্গে থাকা তিন ব্যক্তিকে এবং জব্দ করা হয় বহনকাজে ব্যবহৃত ট্রলার। 

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজজ্জামান বলেন, জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা। আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর তাঁদের চাঁদপুর আদালতে পাঠানো হবে। নৌপথের নিরাপত্তায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত