পাহাড় ধসে খুঁটি উপড়ে ৩ দিন ধরে বিদ্যুৎ নেই বুড়িঘাটে

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৩, ১৫: ৩৮
Thumbnail image

পাহাড় ধসে খুঁটি উপড়ে যাওয়ায় রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন এই ইউনিয়নের বাসিন্দারা।

গত শনিবার থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। আজ সোমবার পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সচল হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

জানা গেছে, এই ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক বিদ্যুৎ গ্রহীতা রয়েছেন। পাহাড় ধসে খুঁটি উপড়ে যাওয়ায় তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এমন অবস্থায় দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে তাঁদের। 

স্থানীয় ব্যবসায়ী আবু হানিফ বলেন, বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য করা দুরূহ হয়ে পড়ছে। ফ্রিজের কাঁচামাল ও মাছ-মাংস পচে যাচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে বুড়িঘাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোস্তফা বলেন, তিন দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। মোটরের পানি তোলা, মোবাইল চার্জসহ নানান অসুবিধায় পড়েছে এলাকার মানুষজন। 

মহালছড়ি বিদ্যুৎ বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক প্রকৌশলী মো. হাসানুল্লা জানান, পাহাড় ধসের কারণে বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে এই সমস্যা তৈরি হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত