প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফ ছেড়ে যাওয়া সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার বঙ্গোপসাগরের মোহনার আগে নাফ নদীর শাহপরীরদ্বীপ নামক স্থানে বিকল হয়ে পড়ে। পরে দুই ঘণ্টার তৎপরতায় ট্রলারের ১০০ আরোহীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ আগস্ট) বেলা ৩টার দিকে শাহপারীরদ্বীপ নামক স্থান থেকে ট্রলারটির যাত্রীদের উদ্ধার করা হয়। এর আগে সকাল ১১টার দিকে টেকনাফের নৌ ঘাট থেকে ছেড়ে গিয়ে সাগরের মোহনার আগে নাফ নদীতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো ওই ট্রলারটি বেলা ১১টার দিকে ১০০ জন আরোহী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফ নৌঘাট ছেড়ে যায়। কিছু দূর গিয়ে ১টার দিকে বঙ্গোপসাগরের মোহনার আগে নাফ নদীতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারে থাকা যাত্রী নারী পুরুষ ও শিশুদের আতঙ্ক বেড়ে যায়। অনেকেই তীরের অন্যান্য ট্রলারদের মাঝিদের সঙ্গে যোগাযোগ করতে থাকে।
তিনি জানান, একপর্যায়ে এ তথ্য পুলিশের কাছে পৌঁছালে টেকনাফ শাহপরীরদ্বীপ ক্যাম্পের পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মিজানের নেতৃত্বে একদল পুলিশ উদ্ধার তৎপরতায় চালায়। প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করে খাদ্য সহায়তা দেওয়া হয়।
ট্রলারের সকলেই সেন্টমার্টিনের বাসিন্দা জানিয়ে ওসি বলেন, পরে ট্রলারের ইঞ্জিন ঠিক হয়ে গেলে বেলা চারটার দিকে যাত্রীদের নিয়ে আবারও রওনা করেন।
এসআই মিজানুর রহমান জানান, যাত্রীদের পৌঁছানোর জন্য বিকল্প ট্রলার আনা হয়েছিল। কিন্তু মাঝি সেন্টমার্টিন পূর্বপাড়া বাসিন্দা মো. আয়াজ (৩০) ট্রলারটির নিশ্চয়তা দেওয়ায় ওই ট্রলারে করেই সকল যাত্রীদের নিরাপদে সেন্টমার্টিনের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কিছুদিন আগে অপর একটি ৪০ জন যাত্রীবাহী ট্রলার বিকল হয়ে সাগরে ১২ ঘণ্টা আটকে ছিল। বারবার জাহাজ আটকের ঘটনায় ওই নৌ রুটে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁদের দাবি লক্করঝক্কর ট্রলার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।
টেকনাফ ছেড়ে যাওয়া সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার বঙ্গোপসাগরের মোহনার আগে নাফ নদীর শাহপরীরদ্বীপ নামক স্থানে বিকল হয়ে পড়ে। পরে দুই ঘণ্টার তৎপরতায় ট্রলারের ১০০ আরোহীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ আগস্ট) বেলা ৩টার দিকে শাহপারীরদ্বীপ নামক স্থান থেকে ট্রলারটির যাত্রীদের উদ্ধার করা হয়। এর আগে সকাল ১১টার দিকে টেকনাফের নৌ ঘাট থেকে ছেড়ে গিয়ে সাগরের মোহনার আগে নাফ নদীতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো ওই ট্রলারটি বেলা ১১টার দিকে ১০০ জন আরোহী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফ নৌঘাট ছেড়ে যায়। কিছু দূর গিয়ে ১টার দিকে বঙ্গোপসাগরের মোহনার আগে নাফ নদীতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারে থাকা যাত্রী নারী পুরুষ ও শিশুদের আতঙ্ক বেড়ে যায়। অনেকেই তীরের অন্যান্য ট্রলারদের মাঝিদের সঙ্গে যোগাযোগ করতে থাকে।
তিনি জানান, একপর্যায়ে এ তথ্য পুলিশের কাছে পৌঁছালে টেকনাফ শাহপরীরদ্বীপ ক্যাম্পের পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মিজানের নেতৃত্বে একদল পুলিশ উদ্ধার তৎপরতায় চালায়। প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করে খাদ্য সহায়তা দেওয়া হয়।
ট্রলারের সকলেই সেন্টমার্টিনের বাসিন্দা জানিয়ে ওসি বলেন, পরে ট্রলারের ইঞ্জিন ঠিক হয়ে গেলে বেলা চারটার দিকে যাত্রীদের নিয়ে আবারও রওনা করেন।
এসআই মিজানুর রহমান জানান, যাত্রীদের পৌঁছানোর জন্য বিকল্প ট্রলার আনা হয়েছিল। কিন্তু মাঝি সেন্টমার্টিন পূর্বপাড়া বাসিন্দা মো. আয়াজ (৩০) ট্রলারটির নিশ্চয়তা দেওয়ায় ওই ট্রলারে করেই সকল যাত্রীদের নিরাপদে সেন্টমার্টিনের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কিছুদিন আগে অপর একটি ৪০ জন যাত্রীবাহী ট্রলার বিকল হয়ে সাগরে ১২ ঘণ্টা আটকে ছিল। বারবার জাহাজ আটকের ঘটনায় ওই নৌ রুটে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁদের দাবি লক্করঝক্কর ট্রলার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে কোনো মানসনদই নেয়নি রাজশাহীর পদ্মা বেকারি। তারপরও পদ্মা বেকারির বিস্কুট, পাউরুটি ও কেকের প্যাকেটে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল বিএসটিআইয়ের মানচিহ্ন। তাই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৬ মিনিট আগেরাজধানীর খিলগাঁওয়ে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন হয়েছেন। নিহতের নাম রুমি আক্তার (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই মো. বাবুল (৫৫)। ঘটনার পর ঘাতক আব্দুস সালামকে (৪০) আটক করেছে পুলিশ।
২৯ মিনিট আগে২৯ বছর পর গাজীপুরে শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু (৩৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৩১ মিনিট আগেঘটনার ছয় বছর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়ের করা এক যুবদল নেতার মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার ১ মাস পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আজ বুধবার সকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহর রহমানের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদ
৪০ মিনিট আগে