মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর মেঘনা নদীতে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে শাহরিয়ার ইশতিয়াক শামস নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে সুস্মিত সাহা নামে আরেকজন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেঘনা নদীর পাড়ে মোহনপুর পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
দুর্ঘটনার খবর পেয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাবুল পাল আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে অনেক লোকজন ঘুরতে আসে মোহনপুর পর্যটন কেন্দ্রে। পর্যটন কেন্দ্রে নদীতে সাঁতার কাটার জন্য একটি জোন তৈরি করেছে কর্তৃপক্ষ।’
বাবুল পাল আরও বলেন, ‘ওই স্থান দিয়ে শিশু-কিশোরেরা পানিতে নেমেছে। এর মধ্যে দুজন পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করতে পারলেও সুস্মিত সাহাকে উদ্ধার করতে পারেনি।’
শাহরিয়ার ইশতিয়াক শামস নারায়ণগঞ্জ পুলিশ লাইন এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং নিখোঁজ সুস্মিত সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা এলাকার সুধাংশু সাহার ছেলে। দুজনই নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, আজ নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সকালে নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরের মোহনপুর পর্যটনে পিকনিক করতে আসে। দুপুরের দিকে শিক্ষার্থীরা মেঘনা নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় শাহরিয়ার ইসতিয়াক শামস (১৬) পানিতে তলিয়ে যায়।
উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ স্টেশন ও চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল মেঘনা নদীর ঘটনাস্থলে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে কাজ শুরু করছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক সাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর অক্টোবর মাসে নদীর পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এর আগেও ঢাকার ডেমরা থেকে পরিবারের সঙ্গে ঘুরতে আসা এক শিশু একই স্থানে ডুবে মৃত্যু হয়। কিন্তু পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো সতর্কতা অবলম্বন করেনি।
এ বিষয়ে মোহনপুর পর্যটন কেন্দ্রের কর্মকর্তা সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সব সময়ই সতর্ক করে থাকি। সাঁতার না জানলে নদীতে নামতে নিষিদ্ধ করা হয়েছে। আজকেও তাদের হ্যান্ডমাইক দিয়ে নদীতে নামার জন্য নিষেধাজ্ঞা দিয়ে সতর্ক করা হয়েছে। কিন্তু তারা সিকিউরিটি গার্ডদের সঙ্গে দুর্ব্যবহার করে নদীতে নেমেছে। তবে সামনে দিনে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে জন্য জোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়কারী আনিছুর রহমান আনিছ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ছাত্রদের পানিতে নামতে নিষেধ করেছি। চার দিন আগে থেকেই তাদের বলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় ঘটনাটি ঘটে গেল। আমরা খুবই দুঃখিত।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনগত ব্যবস্থা নেব কি না, তা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে নেওয়া হবে।’
এদিকে নিহত ও নিখোঁজ ছাত্রের অভিভাবক ও স্বজনেরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা দ্রুত নিখোঁজ সুস্মিত সাহাকে উদ্ধারের দাবি জানান।
চাঁদপুরের মতলব উত্তর মেঘনা নদীতে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে শাহরিয়ার ইশতিয়াক শামস নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে সুস্মিত সাহা নামে আরেকজন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেঘনা নদীর পাড়ে মোহনপুর পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
দুর্ঘটনার খবর পেয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাবুল পাল আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে অনেক লোকজন ঘুরতে আসে মোহনপুর পর্যটন কেন্দ্রে। পর্যটন কেন্দ্রে নদীতে সাঁতার কাটার জন্য একটি জোন তৈরি করেছে কর্তৃপক্ষ।’
বাবুল পাল আরও বলেন, ‘ওই স্থান দিয়ে শিশু-কিশোরেরা পানিতে নেমেছে। এর মধ্যে দুজন পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করতে পারলেও সুস্মিত সাহাকে উদ্ধার করতে পারেনি।’
শাহরিয়ার ইশতিয়াক শামস নারায়ণগঞ্জ পুলিশ লাইন এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং নিখোঁজ সুস্মিত সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা এলাকার সুধাংশু সাহার ছেলে। দুজনই নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, আজ নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সকালে নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরের মোহনপুর পর্যটনে পিকনিক করতে আসে। দুপুরের দিকে শিক্ষার্থীরা মেঘনা নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় শাহরিয়ার ইসতিয়াক শামস (১৬) পানিতে তলিয়ে যায়।
উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ স্টেশন ও চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল মেঘনা নদীর ঘটনাস্থলে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে কাজ শুরু করছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক সাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর অক্টোবর মাসে নদীর পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এর আগেও ঢাকার ডেমরা থেকে পরিবারের সঙ্গে ঘুরতে আসা এক শিশু একই স্থানে ডুবে মৃত্যু হয়। কিন্তু পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো সতর্কতা অবলম্বন করেনি।
এ বিষয়ে মোহনপুর পর্যটন কেন্দ্রের কর্মকর্তা সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সব সময়ই সতর্ক করে থাকি। সাঁতার না জানলে নদীতে নামতে নিষিদ্ধ করা হয়েছে। আজকেও তাদের হ্যান্ডমাইক দিয়ে নদীতে নামার জন্য নিষেধাজ্ঞা দিয়ে সতর্ক করা হয়েছে। কিন্তু তারা সিকিউরিটি গার্ডদের সঙ্গে দুর্ব্যবহার করে নদীতে নেমেছে। তবে সামনে দিনে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে জন্য জোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়কারী আনিছুর রহমান আনিছ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ছাত্রদের পানিতে নামতে নিষেধ করেছি। চার দিন আগে থেকেই তাদের বলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় ঘটনাটি ঘটে গেল। আমরা খুবই দুঃখিত।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনগত ব্যবস্থা নেব কি না, তা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে নেওয়া হবে।’
এদিকে নিহত ও নিখোঁজ ছাত্রের অভিভাবক ও স্বজনেরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা দ্রুত নিখোঁজ সুস্মিত সাহাকে উদ্ধারের দাবি জানান।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে