Ajker Patrika

টেকনাফে অপহৃত বৃদ্ধ ছাড়া পেলেন ৩২ ঘণ্টা পর

কক্সবাজার প্রতিনিধি
মোহাম্মদ শাকের। ছবি: সংগৃহীত
মোহাম্মদ শাকের। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অপহৃত মোহাম্মদ শাকের (৬৫) নামের এক ব্যক্তিকে ৩২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার কম্বনিয়াপাড়ায় পাহাড়ি এলাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অপহৃত মোহাম্মদ শাকের উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার বাসিন্দা।

মোহাম্মদ শাকেরের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত সোমবার ভোরে বাবা স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষ হলেও বাড়ি না ফেরায় আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি, কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে রাতে মায়ের মোবাইল ফোনে এক ব্যক্তি ফোন করে অপহরণের কথা জানিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে রাতেই মা হাসিনা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।’

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ খবর পেয়ে অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করে। সেই অভিযানের মুখে গতকাল মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়। ভুক্তভোগী এখন নিজের বাড়িতে অবস্থান করছেন। তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে অপহরণের শিকার বৃদ্ধকে ঘটনার ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্যমতে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত