হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যাওয়ার সময় ১৭ জেলেকে গ্রেপ্তার ও মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তাঁদের মধ্যে ১৬ জনকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একজন শিশু হওয়ায় ছেড়ে দেওয়া হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২২ দিনের নিষেধাজ্ঞায় আমরা প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করে আসছি। ২ নভেম্বর পর্যন্ত আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।’
আজ বিকেলে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাশে মেঘনা নদী থেকে ট্রলারটি ১৭ জনকে আটক করা হয়। এমভি ফাইজা নামের মাছ ধরার ট্রলারটির মালিক ভোলার চরফ্যাশন উপজেলার মো. শরিফ।
এ বিষয়ে কোস্টগার্ড জানায়, প্রতিদিনের ন্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরীর নেতৃত্বে নদীতে অভিযানে যায় কোস্টগার্ডের একটি দল। এ সময় একটি ট্রলার তাঁদের পাশ দিয়ে দ্রুত গতিতে সাগরের দিকে যাওয়ার সময় গতিরোধ করে থামানো হয়। পরে তল্লাশি করে ট্রলারের মধ্যে জাল ও বরফ পাওয়া যায়। তাঁরা নিষেধাজ্ঞার মধ্যে সাগরে গিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে আসে।
পরে ১৭ জেলেসহ ট্রলারটি আটক করে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন তমরদ্দিতে নিয়ে আসা হয়। সন্ধ্যায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে ইউএনও সুরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানায় কোস্টগার্ড।
নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যাওয়ার সময় ১৭ জেলেকে গ্রেপ্তার ও মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তাঁদের মধ্যে ১৬ জনকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একজন শিশু হওয়ায় ছেড়ে দেওয়া হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২২ দিনের নিষেধাজ্ঞায় আমরা প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করে আসছি। ২ নভেম্বর পর্যন্ত আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।’
আজ বিকেলে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাশে মেঘনা নদী থেকে ট্রলারটি ১৭ জনকে আটক করা হয়। এমভি ফাইজা নামের মাছ ধরার ট্রলারটির মালিক ভোলার চরফ্যাশন উপজেলার মো. শরিফ।
এ বিষয়ে কোস্টগার্ড জানায়, প্রতিদিনের ন্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরীর নেতৃত্বে নদীতে অভিযানে যায় কোস্টগার্ডের একটি দল। এ সময় একটি ট্রলার তাঁদের পাশ দিয়ে দ্রুত গতিতে সাগরের দিকে যাওয়ার সময় গতিরোধ করে থামানো হয়। পরে তল্লাশি করে ট্রলারের মধ্যে জাল ও বরফ পাওয়া যায়। তাঁরা নিষেধাজ্ঞার মধ্যে সাগরে গিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে আসে।
পরে ১৭ জেলেসহ ট্রলারটি আটক করে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন তমরদ্দিতে নিয়ে আসা হয়। সন্ধ্যায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে ইউএনও সুরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানায় কোস্টগার্ড।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৩৮ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে