নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ পিস স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ সকাল ৯টায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৩৪ লাখ টাকা।
আটক হওয়া সিভিল অ্যাভিয়েশনের কর্মচারী হলেন মো. বেলাল।
বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তৈয়বুর রহমান জানান, সকালে একটি ফ্লাইটে স্বর্ণের চালান আসতে পারে এমন খবরে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নজরদারি রেখেছিল গোয়েন্দা বিভাগ। সকাল ৯টার দিকে বিমানবন্দরের একটি টয়লেট থেকে বের হওয়ার পর বেলালের গতিবিধি সন্দেহজনক মনে হয় গোয়েন্দা কর্মকর্তাদের। এ সময় তাঁকে থামতে নির্দেশ দেওয়া হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ধাওয়া দিয়ে বিমানবন্দরের ভেতরেই পাকড়াও করেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তাঁর কাছ থেকে তিনটি প্যাকেটে থাকা এসব স্বর্ণ জব্দ করা হয়।
এই কর্মকর্তা আরও বলেন, `জিজ্ঞাসাবাদে বেলাল অসংলগ্ন কথাবার্তা বলেছেন। আমরা জানতে পেরেছি তার ডিউটি সময় সকাল ৭টায় শেষ হয়েছে। কিন্তু সকাল সাড়ে ৯টায়ও তিনি বিমানবন্দরে অবস্থান করছিলেন। তিনি এতক্ষণ কেন বিমানবন্দরে অবস্থান করছিলেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি একেকবার একেক কথা বলেছেন। কখনো বলেছে দেরি হয়ে গেছে, কখনো বলেছেন তাঁর গাড়ি আসতে দেরি হচ্ছে।
স্বর্ণ কীভাবে পেলেন, এই প্রশ্নের জবাবেও প্রথমবার তিনি আমাদের জানিয়েছেন, এটি কে বা কারা বাথরুমে এনেছেন তিনি জানেন না। বাথরুমে গেলে তিনি স্বর্ণের প্যাকেটটি পড়ে থাকতে দেখেন। এ সময় লোভ সামলাতে না পেরে এটি নিয়েছেন। আবার তিনি বলেছেন, প্যাকটটিতে কী ছিল তিনি জানেন না। নেওয়ার পর বুঝতে পেরেছেন স্বর্ণ। অথচ প্রথমবার তিনি বললেন লোভ সামলাতে পারেননি। এসব কারণে আমাদের মনে হয়েছে তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। আমরা তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।'
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, `সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি আমাদের বিমানবন্দরে এসেছে। আমাদের সন্দেহ হচ্ছে ফ্লাইটটিতে স্বর্ণ চোরাচালান আসতে পারে। যেহেতু বাথরুম থেকে উদ্ধার হয়েছে, তাই আমরা শতভাগ নিশ্চিত নই।'
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ পিস স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ সকাল ৯টায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৩৪ লাখ টাকা।
আটক হওয়া সিভিল অ্যাভিয়েশনের কর্মচারী হলেন মো. বেলাল।
বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তৈয়বুর রহমান জানান, সকালে একটি ফ্লাইটে স্বর্ণের চালান আসতে পারে এমন খবরে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নজরদারি রেখেছিল গোয়েন্দা বিভাগ। সকাল ৯টার দিকে বিমানবন্দরের একটি টয়লেট থেকে বের হওয়ার পর বেলালের গতিবিধি সন্দেহজনক মনে হয় গোয়েন্দা কর্মকর্তাদের। এ সময় তাঁকে থামতে নির্দেশ দেওয়া হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ধাওয়া দিয়ে বিমানবন্দরের ভেতরেই পাকড়াও করেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তাঁর কাছ থেকে তিনটি প্যাকেটে থাকা এসব স্বর্ণ জব্দ করা হয়।
এই কর্মকর্তা আরও বলেন, `জিজ্ঞাসাবাদে বেলাল অসংলগ্ন কথাবার্তা বলেছেন। আমরা জানতে পেরেছি তার ডিউটি সময় সকাল ৭টায় শেষ হয়েছে। কিন্তু সকাল সাড়ে ৯টায়ও তিনি বিমানবন্দরে অবস্থান করছিলেন। তিনি এতক্ষণ কেন বিমানবন্দরে অবস্থান করছিলেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি একেকবার একেক কথা বলেছেন। কখনো বলেছে দেরি হয়ে গেছে, কখনো বলেছেন তাঁর গাড়ি আসতে দেরি হচ্ছে।
স্বর্ণ কীভাবে পেলেন, এই প্রশ্নের জবাবেও প্রথমবার তিনি আমাদের জানিয়েছেন, এটি কে বা কারা বাথরুমে এনেছেন তিনি জানেন না। বাথরুমে গেলে তিনি স্বর্ণের প্যাকেটটি পড়ে থাকতে দেখেন। এ সময় লোভ সামলাতে না পেরে এটি নিয়েছেন। আবার তিনি বলেছেন, প্যাকটটিতে কী ছিল তিনি জানেন না। নেওয়ার পর বুঝতে পেরেছেন স্বর্ণ। অথচ প্রথমবার তিনি বললেন লোভ সামলাতে পারেননি। এসব কারণে আমাদের মনে হয়েছে তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। আমরা তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।'
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, `সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি আমাদের বিমানবন্দরে এসেছে। আমাদের সন্দেহ হচ্ছে ফ্লাইটটিতে স্বর্ণ চোরাচালান আসতে পারে। যেহেতু বাথরুম থেকে উদ্ধার হয়েছে, তাই আমরা শতভাগ নিশ্চিত নই।'
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
৪৩ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৮ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে