হামাগুড়ি দিয়ে গরম দুধের পাত্রে পড়ল শিশু, ৪ দিন পর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৯: ০৯
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৯: ৩৪

চট্টগ্রামের আনোয়ারায় গরম দুধের পাত্রে পড়ে আহত শিশুর (২) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে, গত বৃহস্পতিবার চাতরী ইউনিয়নের এক বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম জাইফা রহমান। চাতরী ইউনিয়নের হাজি ইসমাঈল চৌধুরী বাড়ির মো. হাবিবুর রহমান চৌধুরী হেলালের মেয়ে সে। এলাকায় তাঁর চায়ের দোকান রয়েছে। 

শিশুর বাবা মো. হাবিবুর রহমান চৌধুরী হেলাল আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে আমাদের দোকানের জন্য রান্নাঘরে গরম দুধ পাত্রে রাখা হয়েছিল। তখনো সে ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে গরম দুধের পাত্রের ওপরে পড়ে যায়। চিৎকার আর কান্না শুনে ছুটে আসি আমরা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। গত রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত