নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে তালা লাগিয়ে ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বিজয় দিবসে সর্বসাধারণের পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সেটি উম্মুক্ত করে দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় শহীদ মিনারটি বসুরহাট পৌর ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত।
গতকাল বুধবার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনারের দুটি ফটকে মেয়র কাদের মির্জার দেওয়া একটি ফটকের তালা অপসারণ করা হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার রাষ্ট্রীয় কর্মসূচীর স্বার্থে উম্মুক্ত করে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য প্রস্তুত করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারটি উম্মুক্ত করে দেওয়ার পর স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি দপ্তর, অধিদপ্তর, উপজেলা পরিষদ, বসুরহাট পৌরসভা, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়।
এদিকে বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠান থেকে স্কাউট টীম, বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়, মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে মেয়র কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে।
এসব অভিযোগের বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার বক্তব্য নেওয়ার জন্য বার বার চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
এসব বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারের দুটি ফটকে মেয়র আবদুল কাদের মির্জা তালা লাগিয়ে দিয়ে ছিলেন। বার বার চেষ্টার পরও মেয়র তালাগুলোর চাবি দেননি। পরে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় কর্মসূচীর স্বার্থে কেন্দ্রীয় শহীদ মিনার উম্মুক্ত করা হয়। রাতেই পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সাজিয়ে-গুছিয়ে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। রাষ্ট্রীয় কর্মসূচী চলাকালিন ওই স্থান থেকে কে বা কারা স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে তালা লাগিয়ে ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বিজয় দিবসে সর্বসাধারণের পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সেটি উম্মুক্ত করে দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় শহীদ মিনারটি বসুরহাট পৌর ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত।
গতকাল বুধবার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনারের দুটি ফটকে মেয়র কাদের মির্জার দেওয়া একটি ফটকের তালা অপসারণ করা হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার রাষ্ট্রীয় কর্মসূচীর স্বার্থে উম্মুক্ত করে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য প্রস্তুত করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারটি উম্মুক্ত করে দেওয়ার পর স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি দপ্তর, অধিদপ্তর, উপজেলা পরিষদ, বসুরহাট পৌরসভা, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়।
এদিকে বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠান থেকে স্কাউট টীম, বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়, মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে মেয়র কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে।
এসব অভিযোগের বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার বক্তব্য নেওয়ার জন্য বার বার চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
এসব বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারের দুটি ফটকে মেয়র আবদুল কাদের মির্জা তালা লাগিয়ে দিয়ে ছিলেন। বার বার চেষ্টার পরও মেয়র তালাগুলোর চাবি দেননি। পরে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় কর্মসূচীর স্বার্থে কেন্দ্রীয় শহীদ মিনার উম্মুক্ত করা হয়। রাতেই পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সাজিয়ে-গুছিয়ে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। রাষ্ট্রীয় কর্মসূচী চলাকালিন ওই স্থান থেকে কে বা কারা স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুদের সংখ্যাই বেশি।
১ ঘণ্টা আগে‘বাজারে যে ব্যবস্থা আছে, তাতে ইলিশসহ অন্যান্য মাছের দাম কমানো কঠিন। তবে আমরা প্রমাণ রাখতে চাই- মাছ ধরার উৎস থেকে সরাসরি বিক্রয়ের জায়গায় আনতে পারি, তাহলে এটার দাম কমানো সম্ভব। আমরা বাজারের মধ্যস্বত্বভোগী কমানোর প্রক্রিয়া শুরু করতে চাই...
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করা হয়। পরে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৬০ মেট্রিক টন ফার্নেস ওয়েল ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তেল লুটে ব্যবহৃত এমভি ভূঁইয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার শ্যালো মেশিনের দুটি পাইপ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র
১ ঘণ্টা আগে