কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক উল্টে শাহাজাহান (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের সীমান্ত সড়কের পাঁচ কিলোমিটার আমতলীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা। ।
নিহত শাহাজাহন রাজস্থলী উপজেলার ইসলামপুর এলাকার মৃত আলী হোসেন মুসল্লির ছেলে। আহত ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার আলীকদম উপজেলার নজির আহমদের ছেলে রবিউল হোসেন (২৫) এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হেদায়েত হোসেনের ছেলে ইউনুচ আলী (৩২)।
আহত রবিউল জানিয়েছেন, রাজস্থলী থেকে পাথরবোঝাই করে ট্রাকটি সীমান্ত সড়কে যাচ্ছিল। পথে পাঁচ কিলোমিটার আমতলীপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক-হেলপার ও এক শ্রমিক আহত হন।
জানা গেছে, খবর পেয়ে স্থানীয়রা ও ২৬ ইসিবির সেনাসদস্যরা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পাঠিয়ে দেন রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা। অন্য দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাঙালহালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক মিলন বলেন, আহত অবস্থায় শাহাজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি চট্টগ্রাম বহদ্দারহাট এলাকায় গাড়িতে মারা যান।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘রাজস্থলীর সীমান্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে।’
রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক উল্টে শাহাজাহান (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের সীমান্ত সড়কের পাঁচ কিলোমিটার আমতলীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা। ।
নিহত শাহাজাহন রাজস্থলী উপজেলার ইসলামপুর এলাকার মৃত আলী হোসেন মুসল্লির ছেলে। আহত ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার আলীকদম উপজেলার নজির আহমদের ছেলে রবিউল হোসেন (২৫) এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হেদায়েত হোসেনের ছেলে ইউনুচ আলী (৩২)।
আহত রবিউল জানিয়েছেন, রাজস্থলী থেকে পাথরবোঝাই করে ট্রাকটি সীমান্ত সড়কে যাচ্ছিল। পথে পাঁচ কিলোমিটার আমতলীপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক-হেলপার ও এক শ্রমিক আহত হন।
জানা গেছে, খবর পেয়ে স্থানীয়রা ও ২৬ ইসিবির সেনাসদস্যরা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পাঠিয়ে দেন রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা। অন্য দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাঙালহালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক মিলন বলেন, আহত অবস্থায় শাহাজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি চট্টগ্রাম বহদ্দারহাট এলাকায় গাড়িতে মারা যান।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘রাজস্থলীর সীমান্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে।’
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
২৩ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে