চাঁদপুর ও শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মা ইলিশের প্রজনন বাড়াতে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ শনিবার রাত ১২টা থেকে ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
চাঁদপুর জেলা মৎস্য বিভাগ থেকে জানা গেছে, জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা। নদী উপকূলীয় মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলায় ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জড়িত নিবন্ধিত জেলে ৪৪ হাজার। নিষেধাজ্ঞার এই সময়ে সাগর থেকে ইলিশ মিঠাপানিতে ডিম ছাড়ার জন্য ছুটে আসে। এই সময় যাতে জেলেরা নদীতে নামতে না পারেন, সে জন্য উপকূলীয় জেলেপাড়াগুলোতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। মৎস্য অবতরণ কেন্দ্র ও আড়তগুলোতে সাঁটানো হয়েছে ব্যানার।
সদর উপজেলার রামদাসদী এলাকার জেলে শাহজাহান, মোজাম্মেল ও ইব্রাহীম বলেন, ইলিশের ডিম ছাড়ার জন্য সরকার যে নিষেধাজ্ঞা দেয়, তা মানা হয়। কিন্তু জেলার বাইরে থেকে অন্য জেলেরা এসে মা ইলিশ ধরে নিয়ে যায়। নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে তাদের ইলিশ ধরার সুযোগ করে দেয়। এসব বন্ধ করতে পারলে সরকারের উদ্যোগ সফল হবে। বেকার সময়ে সরকার যে সহায়তা করে, তা বাড়ানোর দাবি জেলেদের।
বিগত বছরগুলোতে দেখা গেছে, শিবচরের পদ্মা নদীর চরজানাজাত, কাঁঠালবাড়ী, বন্দরখোলা ইউনিয়নের নদীর পাড়ে মাছ বিক্রির অস্থায়ী হাট বসানো হয়েছে। খুব ভোরে এবং বিকেল থেকে রাত পর্যন্ত বিক্রি হচ্ছে ইলিশ। প্রশাসনের তৎপরতা বাড়ায় বরফ দিয়ে নদীর চরের মাটি খনন করেও ইলিশ সংরক্ষণ করে অসাধু চক্রটি।
শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে জেলে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময়সহ নানা ধরনের প্রচার-প্রচারণা অব্যাহত ছিল। শিবচরের মাছধরা জেলেদের তালিকা তৈরি করে বিনা মূল্যে খাদ্যপণ্য দেওয়া হচ্ছে। অসাধু জেলেরা যাতে পদ্মায় নামতে না পারে, সেই লক্ষ্যে বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, র্যাব ও সেনাবাহিনীর বিশেষ তৎপরতা থাকবে এই সময়ে।
শিবচরের চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুল্লাহ বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে আমরা এবার বদ্ধপরিকর। আমাদের টিম সার্বক্ষণিক নদীতে নজরদারি রাখবে। পদ্মা নদীর একাধিক পয়েন্ট চিহ্নিত করে অভিযান চালানো হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষসহ সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের আরও সচেতন হতে হবে।’
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের প্রস্তুতি রয়েছে। মা ইলিশ রক্ষায় আমরা সবাই একযোগে কাজ করব। জেলেসহ সংশ্লিষ্টদের সচেতন করতে সভা-সেমিনার হয়েছে। এবার নদীতে আরও কঠোর নজরদারি থাকবে।’
চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর বিশাল জলরাশি। কয়েকটি নদী এখানে এসে মিলিত হয়েছে। মা ইলিশ প্রজননের এই সময়ে নৌ-পুলিশ যেমন কঠোর হবে, পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন নৌ-পুলিশ ফাঁড়ি ও থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলেদের অভিযোগ এসেছে। এসব খতিয়ে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র চাঁদপুরের মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু কাওসার দিদার বলেন, ‘প্রজনন সময়ে সাগর থেকে ইলিশ নদ-নদীতে আসে। আজ রাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন জেলেরা যাতে ইলিশ আহরণ থেকে বিরত থাকে। তাহলে ইলিশ প্রজননের সুযোগ তৈরি হবে এবং জাটকা উৎপাদন বাড়বে। তাতে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ডিম ছাড়ার জন্য এই সময়টায় ইলিশ মিঠাপানিতে ছুটে আসে। যে কারণে সরকার আজ রাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে। মা ইলিশ রক্ষায় ইতিমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
মা ইলিশের প্রজনন বাড়াতে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ শনিবার রাত ১২টা থেকে ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
চাঁদপুর জেলা মৎস্য বিভাগ থেকে জানা গেছে, জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা। নদী উপকূলীয় মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলায় ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জড়িত নিবন্ধিত জেলে ৪৪ হাজার। নিষেধাজ্ঞার এই সময়ে সাগর থেকে ইলিশ মিঠাপানিতে ডিম ছাড়ার জন্য ছুটে আসে। এই সময় যাতে জেলেরা নদীতে নামতে না পারেন, সে জন্য উপকূলীয় জেলেপাড়াগুলোতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। মৎস্য অবতরণ কেন্দ্র ও আড়তগুলোতে সাঁটানো হয়েছে ব্যানার।
সদর উপজেলার রামদাসদী এলাকার জেলে শাহজাহান, মোজাম্মেল ও ইব্রাহীম বলেন, ইলিশের ডিম ছাড়ার জন্য সরকার যে নিষেধাজ্ঞা দেয়, তা মানা হয়। কিন্তু জেলার বাইরে থেকে অন্য জেলেরা এসে মা ইলিশ ধরে নিয়ে যায়। নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে তাদের ইলিশ ধরার সুযোগ করে দেয়। এসব বন্ধ করতে পারলে সরকারের উদ্যোগ সফল হবে। বেকার সময়ে সরকার যে সহায়তা করে, তা বাড়ানোর দাবি জেলেদের।
বিগত বছরগুলোতে দেখা গেছে, শিবচরের পদ্মা নদীর চরজানাজাত, কাঁঠালবাড়ী, বন্দরখোলা ইউনিয়নের নদীর পাড়ে মাছ বিক্রির অস্থায়ী হাট বসানো হয়েছে। খুব ভোরে এবং বিকেল থেকে রাত পর্যন্ত বিক্রি হচ্ছে ইলিশ। প্রশাসনের তৎপরতা বাড়ায় বরফ দিয়ে নদীর চরের মাটি খনন করেও ইলিশ সংরক্ষণ করে অসাধু চক্রটি।
শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে জেলে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময়সহ নানা ধরনের প্রচার-প্রচারণা অব্যাহত ছিল। শিবচরের মাছধরা জেলেদের তালিকা তৈরি করে বিনা মূল্যে খাদ্যপণ্য দেওয়া হচ্ছে। অসাধু জেলেরা যাতে পদ্মায় নামতে না পারে, সেই লক্ষ্যে বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, র্যাব ও সেনাবাহিনীর বিশেষ তৎপরতা থাকবে এই সময়ে।
শিবচরের চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুল্লাহ বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে আমরা এবার বদ্ধপরিকর। আমাদের টিম সার্বক্ষণিক নদীতে নজরদারি রাখবে। পদ্মা নদীর একাধিক পয়েন্ট চিহ্নিত করে অভিযান চালানো হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষসহ সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের আরও সচেতন হতে হবে।’
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের প্রস্তুতি রয়েছে। মা ইলিশ রক্ষায় আমরা সবাই একযোগে কাজ করব। জেলেসহ সংশ্লিষ্টদের সচেতন করতে সভা-সেমিনার হয়েছে। এবার নদীতে আরও কঠোর নজরদারি থাকবে।’
চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর বিশাল জলরাশি। কয়েকটি নদী এখানে এসে মিলিত হয়েছে। মা ইলিশ প্রজননের এই সময়ে নৌ-পুলিশ যেমন কঠোর হবে, পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন নৌ-পুলিশ ফাঁড়ি ও থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলেদের অভিযোগ এসেছে। এসব খতিয়ে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র চাঁদপুরের মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু কাওসার দিদার বলেন, ‘প্রজনন সময়ে সাগর থেকে ইলিশ নদ-নদীতে আসে। আজ রাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন জেলেরা যাতে ইলিশ আহরণ থেকে বিরত থাকে। তাহলে ইলিশ প্রজননের সুযোগ তৈরি হবে এবং জাটকা উৎপাদন বাড়বে। তাতে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ডিম ছাড়ার জন্য এই সময়টায় ইলিশ মিঠাপানিতে ছুটে আসে। যে কারণে সরকার আজ রাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে। মা ইলিশ রক্ষায় ইতিমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৩ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৪ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৫ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৫ ঘণ্টা আগে