মণ্ডপে ‘ইসলামি গান’: পূজা উদ্‌যাপন কমিটির যুগ্ম সম্পাদকসহ ৭ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ২২: ৩৯
Thumbnail image

চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে ‘ইসলামি গান’ পরিবেশনের ঘটনায় মহানগর পূজা উদ্‌যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত এবং চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্যের নামে মামলা হয়েছে। 

আজ শুক্রবার সন্ধ্যায় নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন কমিটির অর্থ সম্পাদক সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন।

মামলায় চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য হলেন—শহীদুল করিম (৪২), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮), গোলাম মোস্তফা (২৭) ও মো. মামুন (৩৬)। এর মধ্যে ঘটনার দিন রাতেই শহীদুল করিম ও মো. নুরুল ইসলামকে আটকের পর সন্ধ্যায় এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, মণ্ডপে ইসলামিক গান পরিবেশন করার ঘটনায় গানের শিল্পী চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ও পূজা উদ্‌যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের নাম উল্লেখ করে মামলা করেছে সুকান্ত বিকাশ মহাজন। মামলায় অজ্ঞাত কোনো আসামি করা হয়নি। ওই সংগঠনটির পরিবেশন করা দুটি গানের মধ্যে একটি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে প্রতীয়মান হয়েছে বলে জানান তিনি। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের কোরবানিগঞ্জ এলাকায় জেএম সেন হলে একটি পূজামণ্ডপের মঞ্চে সংগঠনটির ছয় সদস্য দুটি সংগীত পরিবেশন করেন। এর মধ্যে একটি সংগীত ইসলামি গান বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে যাওয়ার পর সনাতন ধর্মাবলম্বীরা ওই দিন রাতেই বিক্ষোভের পাশাপাশি সেখানকার সড়ক অবরোধ করে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোড়ন সৃষ্টি হয়। পরে এ ঘটনায় পূজা কমিটির দায়িত্বে থাকা একজনকে বরখাস্তের পাশাপাশি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেওয়া হয়। কিন্তু তখন মামলাটি রেকর্ড হয়নি। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। 

এরপর আজ শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন করে পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, পুলিশের হাতে আটক শহীদুল করিম (৪২) তানজিমুল উম্মাহ মাদ্রাসা ও নুরুল ইসলাম (৩৪) দারুল ইরফান একাডেমির শিক্ষক। অনুষ্ঠানে গান পরিবেশন করা শিল্পীরা মাদ্রাসার শিক্ষক। 

উল্লেখ্য, এই গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান জানিয়েছিলেন, মহানগর পূজা উদ্‌যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গান দুটি পরিবেশন করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, অন্যটি সম্প্রীতির গান ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। এ ঘটনায় পূজা উদ্‌যাপন কমিটি থেকে সজল দত্তকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত