কুতুবদিয়ায় ৩ কিলোমিটার বেড়িবাঁধে ভাঙন, আহত ২

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৪, ১৯: ২৭
Thumbnail image

কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দমকা বাতাসে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। আজ সোমবার সকালের দিকে হঠাৎ ভারী বর্ষণ ও বাতাস শুরু হলে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। বেড়িবাঁধের পাশে থাকা জোয়ারে পানির ঢেউয়ের আঘাতে পড়ে আহত হয়েছেন দুজন। 

এদিকে প্রচণ্ড বাতাসে উপজেলা সদরে মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের তিনতলার টিনের ছাউনি, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের টিনের ছাদ উড়ে গেছে। একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ  বন্ধ রয়েছে সকাল থেকেই। 

আলী আকবর ডেইল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের লোনা পানি লোকালয়ে প্রবেশ করেছে, তা ছাড়া কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় বেড়িবাঁধের ভেঙেছে বলে জানা গেছে। 

কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন ও কৈয়ারবিল ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুতুবদিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা। 

হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা ২টার দিকে আলী আকবর ডেইল হকদারপাড়ার মো. তাহেরর ছেলে শহীদ (১৬) ও তেলিপাড়ার আলতাফ মিয়ার ছেলে হাবিবুর (২৬) ঝড়ের কবলে পড়ে আহত হন। তাঁদের রেড ক্রিসেন্টের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক বিপ্লব বড়ুয়া শহীদকে ভর্তি করান এবং হাবিবকে প্রাথমিক চিকিৎসা দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিভিন্ন স্থানে কাঁচাঘর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৩৩টির আংশিক ও দুটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য তাঁরা পেয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হোসেন চৌধুরী বলেন, প্রচণ্ড বাতাস-বৃষ্টিতে এ পর্যন্ত ৩৫টি কাঁচা ঘরবাড়ি ক্ষতির খবর জানতে পেরেছেন। আরও বিস্তারিত জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত