সুপ্রিম কোর্টে ছাত্রদলকে পেটাল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ মে ২০২২, ১৬: ৩২
আপডেট : ২৬ মে ২০২২, ১৮: ২৬

ছাত্রদল নেতাদের ধাওয়া দিয়ে সুপ্রিম কোর্টের ভেতরে ফেলে পিটিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী নাহিদ চৌধুরী গুরুতর আহত হয়। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া এই হামলায় ছাত্রদলের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ছাত্রদলের নেতারা।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের গাড়িও ভাঙচুর করা হয়। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে হাইকোর্ট মাজার গেট এলাকার আশপাশে জড়ো হয় ছাত্রদলের নেতা কর্মীরা। দুপুর ১২টার পর তাঁরা মিছিল নিয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের বাঁধার মুখে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ছাত্রদলের কিছু নেতা কর্মী পিছু হটে সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়ে। ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সুপ্রিম কোর্টের ভেতরে ছাত্রদলকর্মীদের ওপর হামলা চালায়।

এদিকে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। এছাড়া সংঘর্ষের পর পরই সুপ্রিম কোর্ট প্রশাসন নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক বৈঠক করে। আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বৈঠকে।

ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ সম্পর্কিত সর্বশেষ খবর - এখানে ক্লিক করুন

বৈঠকের পর আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে। আদালতে যাতে কোনো বহিরাগত ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

গাড়ি ভাঙচুরের বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, এ দেশে বিচার চেয়ে লাভ নেই। সরকার যেটা চাইবে সেটার বিচার হবে, যেটা চাইবে না, সেটা হবে না। নির্বাচনের আগে রক্তক্ষয়ী সংঘর্ষের যে আলামত, সেটি দেখা যাচ্ছে। আগে সুপ্রিম কোর্টের ভেতরে এসে কেউ মারামারি করত না বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত