নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস রাইজারের লিকেজ থেকে আগুন ধরে দুই শিশুসহ একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ফতুল্লার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন। আহতদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন আনোয়ার (৪৫), রোজিনা (৪০), তাঁদের দুই সন্তান রোহান (১৫) ও রোমান (১২)। আহত আনোয়ার পেশায় রিকশাচালক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘আমরা ভোর ৫টায় গ্যাস থেকে আগুন লাগার খবর পাই। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।’
আগুনের কারণ জানতে চাইলে উপসহকারী পরিচালক বলেন, ধারণা করা হচ্ছে, বাড়ির পাশে থাকা গ্যাস রাইজারের লিকেজ থেকে বাড়ির ভেতরে গ্যাস জমে ছিল। বাড়ির কেউ আগুন ধরাতে গেলে পুরো ঘরে তা ছড়িয়ে পড়ে। পরে তাঁদের আর্তচিৎকারে আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন।
আহতদের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে চারজন অগ্নিদগ্ধ রোগী এসেছেন। তাঁদের মধ্যে রোজিনার ১৪ শতাংশ, আনোয়ারের ১৭ শতাংশ ও রোহানের ৩৫ শতাংশ শরীর পুড়ে গেছে। তাঁদের তিনজনের অবস্থা গুরুতর।
লিকেজ থেকে অগ্নিকাণ্ডের বিষয়ে তিতাস আঞ্চলিক বিপণন বিভাগ নারায়ণগঞ্জ জোনের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে সরাসরি এখনো কেউ অভিযোগ করেননি। তবে ঘটনাস্থলে আমাদের টিম পাঠাচ্ছি। তাঁরা সরেজমিনে গিয়ে বিষয়টি পরিদর্শন করবে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস রাইজারের লিকেজ থেকে আগুন ধরে দুই শিশুসহ একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ফতুল্লার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন। আহতদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন আনোয়ার (৪৫), রোজিনা (৪০), তাঁদের দুই সন্তান রোহান (১৫) ও রোমান (১২)। আহত আনোয়ার পেশায় রিকশাচালক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘আমরা ভোর ৫টায় গ্যাস থেকে আগুন লাগার খবর পাই। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।’
আগুনের কারণ জানতে চাইলে উপসহকারী পরিচালক বলেন, ধারণা করা হচ্ছে, বাড়ির পাশে থাকা গ্যাস রাইজারের লিকেজ থেকে বাড়ির ভেতরে গ্যাস জমে ছিল। বাড়ির কেউ আগুন ধরাতে গেলে পুরো ঘরে তা ছড়িয়ে পড়ে। পরে তাঁদের আর্তচিৎকারে আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন।
আহতদের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে চারজন অগ্নিদগ্ধ রোগী এসেছেন। তাঁদের মধ্যে রোজিনার ১৪ শতাংশ, আনোয়ারের ১৭ শতাংশ ও রোহানের ৩৫ শতাংশ শরীর পুড়ে গেছে। তাঁদের তিনজনের অবস্থা গুরুতর।
লিকেজ থেকে অগ্নিকাণ্ডের বিষয়ে তিতাস আঞ্চলিক বিপণন বিভাগ নারায়ণগঞ্জ জোনের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে সরাসরি এখনো কেউ অভিযোগ করেননি। তবে ঘটনাস্থলে আমাদের টিম পাঠাচ্ছি। তাঁরা সরেজমিনে গিয়ে বিষয়টি পরিদর্শন করবে।’
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৭ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৮ ঘণ্টা আগে