উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও বিমানবন্দর এলাকা থেকে নাজমুল হাসান অভি এক বিএনপি নেতাকে আটকের অভিযোগ করেছেন স্বজনেরা।
উত্তরা ৯ নং সেক্টরের ১০ /এ সড়কের একটি বাসা থেকে গতকাল শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টায় শিক্ষক আসিফ ও ওই দিন সকালে বিমানবন্দর থেকে নাজমুল হাসানকে আটক করা হয় বলে আজ রোববার বিকেলে আজকের পত্রিকার কাছে অভিযোগ করেন স্বজনেরা। নাজমুল হাসান অভি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
আসিফ মাহতাবের বোন নাফিসা তাসনিম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৫ জনের মতো ডিবি পুলিশ আসছে। তার মধ্যে তিনজন হয়তো হাই অফিসার ছিলেন। একজন সাদা পোশাকে ছিলেন। বাকিরা সবাই পোশাকে (ইউনিফরম) ছিলেন। সাদা পোশাকের অফিসার আমাদের সঙ্গে কথা বলে ভাইকে নিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘ভাইকে নিয়ে যাওয়ার সময় আমার মা তাদের বলেছিলেন, ওর (আসিফ) তো পাইলসে সমস্যা, পায়ে সমস্যা। ওর তো ওষুধ খাওয়া লাগে। তখন তাঁরা আসিফের ওষুধগুলোও নিয়ে গেছেন।’
আটকের কারণ প্রসঙ্গে জানতে চাইলে নাফিসা বলেন, ‘গ্রেপ্তারের কারণ প্রসঙ্গে আমরাও জিজ্ঞাসা করেছিলাম, তখন তাঁরা (ডিবি) বলেছিলেন, ওকেই (আসিফ) জিজ্ঞাসা করেন। পরে কিছু না বলেই তাঁরা নিয়ে গেছেন।’
অপরদিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভির বড় ভাই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল হাসান অভি শনিবার (২৭ জুন) সকাল ৭টায় নেপালে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই তার মোবাইল নম্বর বন্ধ পাচ্ছি। বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি, তাকে বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।’
নজরুল ইসলাম বলেন, ‘আমরা থানা-পুলিশ, ডিবি কার্যালয়সহ সব জায়গায় খুঁজেছি। কিন্তু কেউ কিছু স্বীকার করছে না।’
এই দুই জনকে আটক করা হয়েছি কিনা জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিলু আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের আটক বা গ্রেপ্তারের বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে আমি কিছু বলতে বলতে পারছি না।’
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও বিমানবন্দর এলাকা থেকে নাজমুল হাসান অভি এক বিএনপি নেতাকে আটকের অভিযোগ করেছেন স্বজনেরা।
উত্তরা ৯ নং সেক্টরের ১০ /এ সড়কের একটি বাসা থেকে গতকাল শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টায় শিক্ষক আসিফ ও ওই দিন সকালে বিমানবন্দর থেকে নাজমুল হাসানকে আটক করা হয় বলে আজ রোববার বিকেলে আজকের পত্রিকার কাছে অভিযোগ করেন স্বজনেরা। নাজমুল হাসান অভি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
আসিফ মাহতাবের বোন নাফিসা তাসনিম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৫ জনের মতো ডিবি পুলিশ আসছে। তার মধ্যে তিনজন হয়তো হাই অফিসার ছিলেন। একজন সাদা পোশাকে ছিলেন। বাকিরা সবাই পোশাকে (ইউনিফরম) ছিলেন। সাদা পোশাকের অফিসার আমাদের সঙ্গে কথা বলে ভাইকে নিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘ভাইকে নিয়ে যাওয়ার সময় আমার মা তাদের বলেছিলেন, ওর (আসিফ) তো পাইলসে সমস্যা, পায়ে সমস্যা। ওর তো ওষুধ খাওয়া লাগে। তখন তাঁরা আসিফের ওষুধগুলোও নিয়ে গেছেন।’
আটকের কারণ প্রসঙ্গে জানতে চাইলে নাফিসা বলেন, ‘গ্রেপ্তারের কারণ প্রসঙ্গে আমরাও জিজ্ঞাসা করেছিলাম, তখন তাঁরা (ডিবি) বলেছিলেন, ওকেই (আসিফ) জিজ্ঞাসা করেন। পরে কিছু না বলেই তাঁরা নিয়ে গেছেন।’
অপরদিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভির বড় ভাই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল হাসান অভি শনিবার (২৭ জুন) সকাল ৭টায় নেপালে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই তার মোবাইল নম্বর বন্ধ পাচ্ছি। বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি, তাকে বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।’
নজরুল ইসলাম বলেন, ‘আমরা থানা-পুলিশ, ডিবি কার্যালয়সহ সব জায়গায় খুঁজেছি। কিন্তু কেউ কিছু স্বীকার করছে না।’
এই দুই জনকে আটক করা হয়েছি কিনা জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিলু আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের আটক বা গ্রেপ্তারের বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে আমি কিছু বলতে বলতে পারছি না।’
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
১৬ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৩০ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৪১ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে