নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
টঙ্গীর তুরাগতীরে আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টা ৫৮ মিনিটে শুরু হওয়া ২২ মিনিটের আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন মুসল্লিরা। গাড়ি না থাকায় পথে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধ। সড়কে যানবাহন না থাকায় ইজতেমা ময়দান থেকে মোনাজাত শেষে গাজীপুর ও রাজধানীর উদ্দেশে হেঁটেই রওনা দিয়েছেন মুসল্লিরা। তবে রাজধানীর উত্তরা আজমপুর এলাকা থেকে কিছু মোটরসাইকেল, পিকআপ ভ্যান পাওয়া যাচ্ছে। এগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই গন্তব্যে রওনা হন মানুষ।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় থেকে ৩০০ টাকা ভাড়া দিয়ে মোটরসাইকেলে গাজীপুর চৌরাস্তায় যাচ্ছেন ইহসানুল হক। তিনি বলেন, আখেরি মোনাজাতে অংশ নিতে সকালে চৌরাস্তা থেকে অটোরিকশাযোগে টঙ্গীতে এসেছি। ফেরার পথে শাখা রাস্তা দিয়ে বাসায় ফিরছি। এতে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া গুনতে হচ্ছে।
কলেজশিক্ষার্থী হাসিব রাজধানীর কমলাপুর এলাকা থেকে মোনাজাতে অংশ নিতে সকালে ট্রেনে চেপে টঙ্গীতে এসেছিলেন। টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘টঙ্গীতে আসার পথেও ভিড় ছিল। ফেরার পথে দুটি ট্রেন টঙ্গী স্টেশন ছেড়ে গেলেও আমি উঠতে পারিনি।’
এদিকে রোববার সকালে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আখেরি মোনাজাতে অংশ নিতে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা তিনটি সড়কে যান চলাচল বন্ধ রেখেছি। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। রোববার বিকেল থেকেই যান চলাচল শুরু হবে। নির্বিঘ্নে মোনাজাতে অংশ নিতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
টঙ্গীর তুরাগতীরে আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টা ৫৮ মিনিটে শুরু হওয়া ২২ মিনিটের আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন মুসল্লিরা। গাড়ি না থাকায় পথে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধ। সড়কে যানবাহন না থাকায় ইজতেমা ময়দান থেকে মোনাজাত শেষে গাজীপুর ও রাজধানীর উদ্দেশে হেঁটেই রওনা দিয়েছেন মুসল্লিরা। তবে রাজধানীর উত্তরা আজমপুর এলাকা থেকে কিছু মোটরসাইকেল, পিকআপ ভ্যান পাওয়া যাচ্ছে। এগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই গন্তব্যে রওনা হন মানুষ।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় থেকে ৩০০ টাকা ভাড়া দিয়ে মোটরসাইকেলে গাজীপুর চৌরাস্তায় যাচ্ছেন ইহসানুল হক। তিনি বলেন, আখেরি মোনাজাতে অংশ নিতে সকালে চৌরাস্তা থেকে অটোরিকশাযোগে টঙ্গীতে এসেছি। ফেরার পথে শাখা রাস্তা দিয়ে বাসায় ফিরছি। এতে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া গুনতে হচ্ছে।
কলেজশিক্ষার্থী হাসিব রাজধানীর কমলাপুর এলাকা থেকে মোনাজাতে অংশ নিতে সকালে ট্রেনে চেপে টঙ্গীতে এসেছিলেন। টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘টঙ্গীতে আসার পথেও ভিড় ছিল। ফেরার পথে দুটি ট্রেন টঙ্গী স্টেশন ছেড়ে গেলেও আমি উঠতে পারিনি।’
এদিকে রোববার সকালে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আখেরি মোনাজাতে অংশ নিতে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা তিনটি সড়কে যান চলাচল বন্ধ রেখেছি। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। রোববার বিকেল থেকেই যান চলাচল শুরু হবে। নির্বিঘ্নে মোনাজাতে অংশ নিতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১৮ মিনিট আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
২ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২ ঘণ্টা আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৯ ঘণ্টা আগে