নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরোনো পদ্ধতিতে নন-ক্যাডার নিয়োগসহ ছয় দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আন্দোলন কর্মসূচি পালন করেছেন ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে তৃতীয় দিনের কর্মসূচি শুরু হয়। এ দিন চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি হামলায় সাত আটজন আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। আহতদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।
তবে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করেছেন। আজকের পত্রিকাকে উৎপল বড়ুয়া বলেন, ‘সকাল থেকে পিএসসির সামনে চাকরিপ্রার্থীরা ছিলেন। বিকেল নাগাদ তাঁরা চলে যান। তাদের ওপর কোনো হামলা হয়নি। কেউ আহত হওয়ার বিষয়টিও সঠিক নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, ‘প্রথম দুদিন আমাদের আন্দোলনে পুলিশ কোনো বাধা দেয়নি। কিন্তু আজ পিএসসি চেয়ারম্যান পুলিশ ডেকে এনে আমাদের ওপরে হামলা করান। আমাদের সাত আটজনের মতো আন্দোলনকারী আহত হয়েছেন। তারপরেও আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
গত রোববার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ৪০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীরা। প্রথম দুদিনের মতো মঙ্গলবারেও অফিসে প্রবেশ করতে এবং বের হতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেন পিএসসি চেয়ারম্যান।
এদিকে, নন-ক্যাডার প্রার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞাপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণ করতে হবে, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে সুপারিশ করতে হবে, যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি চলতি বছরের ২৯ মার্চ পর্যন্ত ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে সেই প্রক্রিয়া অনুসরণ করে সমস্যার সমাধান করতে হবে।
পুরোনো পদ্ধতিতে নন-ক্যাডার নিয়োগসহ ছয় দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আন্দোলন কর্মসূচি পালন করেছেন ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে তৃতীয় দিনের কর্মসূচি শুরু হয়। এ দিন চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি হামলায় সাত আটজন আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। আহতদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।
তবে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করেছেন। আজকের পত্রিকাকে উৎপল বড়ুয়া বলেন, ‘সকাল থেকে পিএসসির সামনে চাকরিপ্রার্থীরা ছিলেন। বিকেল নাগাদ তাঁরা চলে যান। তাদের ওপর কোনো হামলা হয়নি। কেউ আহত হওয়ার বিষয়টিও সঠিক নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, ‘প্রথম দুদিন আমাদের আন্দোলনে পুলিশ কোনো বাধা দেয়নি। কিন্তু আজ পিএসসি চেয়ারম্যান পুলিশ ডেকে এনে আমাদের ওপরে হামলা করান। আমাদের সাত আটজনের মতো আন্দোলনকারী আহত হয়েছেন। তারপরেও আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
গত রোববার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ৪০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীরা। প্রথম দুদিনের মতো মঙ্গলবারেও অফিসে প্রবেশ করতে এবং বের হতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেন পিএসসি চেয়ারম্যান।
এদিকে, নন-ক্যাডার প্রার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞাপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণ করতে হবে, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে সুপারিশ করতে হবে, যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি চলতি বছরের ২৯ মার্চ পর্যন্ত ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে সেই প্রক্রিয়া অনুসরণ করে সমস্যার সমাধান করতে হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে