নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় আহত আরও তিনজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। তিনজনই গুলিবিদ্ধ ছিলেন।
জানা গেছে, তিনজনের মধ্যে একজন জামান মিয়া (১৭)। তিনি নরসিংদীর শেখেরচর এলাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ২১ জুলাই দুপুরে অফিসে যাওয়ার পথে তিনি গুলিবিদ্ধ হন। গতকাল ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জামান মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইলের দেউলডাংরা এলাকায়। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে জামান চতুর্থ।
রাজধানীর রায়েরবাগে একটি টেইলার্সে কাজ করতেন জাকির হোসেন (২৯)। ১৯ জুলাই রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পথচারীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে তাঁর স্বজনেরা হাসপাতালে আসেন।
জাকিরের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার নলখোলা গ্রামে। তিনি ওই গ্রামের আ. মান্নানের ছেলে। বিবাহিত জাকিরের একটি মেয়ে রয়েছে।
রামপুরা ডিআইটি রোডে ১৯ জুলাই মাথায় গুলিবিদ্ধ হন সোহেল রানা (২০)। ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানান রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মানিক সাহা।
সোহেলের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। তিনি রাজধানীর রামপুরা এলাকায় থাকতেন। তিনি পেশায় একজন গাড়িচালক।
সহিংসতার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বৃহস্পতিবার পর্যন্ত ৮৯টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ২টি মরদেহের ময়নাতদন্ত হয়। এ ছাড়া ৮টি মরদেহের পরিচয় না পাওয়ায় গত বুধবার আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় আহত আরও তিনজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। তিনজনই গুলিবিদ্ধ ছিলেন।
জানা গেছে, তিনজনের মধ্যে একজন জামান মিয়া (১৭)। তিনি নরসিংদীর শেখেরচর এলাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ২১ জুলাই দুপুরে অফিসে যাওয়ার পথে তিনি গুলিবিদ্ধ হন। গতকাল ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জামান মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইলের দেউলডাংরা এলাকায়। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে জামান চতুর্থ।
রাজধানীর রায়েরবাগে একটি টেইলার্সে কাজ করতেন জাকির হোসেন (২৯)। ১৯ জুলাই রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পথচারীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে তাঁর স্বজনেরা হাসপাতালে আসেন।
জাকিরের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার নলখোলা গ্রামে। তিনি ওই গ্রামের আ. মান্নানের ছেলে। বিবাহিত জাকিরের একটি মেয়ে রয়েছে।
রামপুরা ডিআইটি রোডে ১৯ জুলাই মাথায় গুলিবিদ্ধ হন সোহেল রানা (২০)। ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানান রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মানিক সাহা।
সোহেলের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। তিনি রাজধানীর রামপুরা এলাকায় থাকতেন। তিনি পেশায় একজন গাড়িচালক।
সহিংসতার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বৃহস্পতিবার পর্যন্ত ৮৯টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ২টি মরদেহের ময়নাতদন্ত হয়। এ ছাড়া ৮টি মরদেহের পরিচয় না পাওয়ায় গত বুধবার আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১০ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৩৪ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
৪৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে