নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামীকাল শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ভারতের মাওলানা সাদ কান্ধলভিকে আনার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আজ বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ময়দান পরিদর্শন শেষে দ্বিতীয় ধাপের ইজতেমা আয়োজকদের মুরব্বিদের সঙ্গে কথা বলেন ফরিদুল হক খান। পরে জেলা প্রশাসকের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, ‘মাওলানা সাদ সাহেবকে আনার জন্য তাঁর পক্ষের লোকজন কাজ করছেন। সরকারের সঙ্গেও তাঁদের কথা চলছে। আমরাও আলোচনা করছি। সমঝোতার মাধ্যমে হয়তো তাঁকে ইজতেমায় আনা সম্ভব হতে পারে। আমরা সেই চেষ্টাটাই করছি।’
মাওলানা সাদের আসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো হ্যাঁ বা না নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘মাওলানা সাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো হ্যাঁ বা না নেই। তবে এটা করতে গেলে সরকারের কিছু বাধ্যবাধকতা আছে, কিছু নিয়ম আছে। সে নিয়মের মাঝেই সবকিছু করতে হয়। এখানে সরকারের পক্ষে যাঁরা ডিফেন্সের লোক আছেন, অন্যান্য ক্ষেত্রে যাঁরা আছেন, তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কোনো কারণে যাতে বিশৃঙ্খলা না হয়, বা কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে তাঁদের দায়িত্ব থাকে। তারপরও আমি বলব, পরশু দিন রাতে হজরত মাওলানা আশরাফ মাদানী সাহেব এসেছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা আমরা রেকর্ড করেছি। তাঁর বক্তব্য চুলচেরা বিশ্লেষণ করে আলোচনার মাধ্যমে দেখব কিছু করা যায় কি না।’
দুই পক্ষের বিরোধ নিরসনের বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা দুই পক্ষের মধ্যকার যে বিরোধ তা নিরসনের আপ্রাণ চেষ্টা করছি। এ ব্যাপারে আজও মিটিং আছে। মিটিংটা হয়ে গেলে আমরা দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করব, তাদের নিয়ে বসব। আল্লাহ পাকের হুকুম হলে আবার দুই পক্ষ মিলেও যেতে পারে।’
এদিকে আজ বিকেলে সরেজমিন দেখা যায়, দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে এরই মধ্যে ইজতেমা মাঠে জড়ো হয়েছেন হাজারো মুসল্লি। মাঠ প্রায় ভরে গেছে। বাস, ট্রাক, পিকআপ ভ্যানে করে মুসল্লিরা ইজতেমা মাঠে আসছেন চারপাশে ১৩ প্রবেশপথ দিয়ে।
ইজতেমার আয়োজক তাবলিগের দুই পক্ষের একাংশের প্রধান সাদ কান্ধলভি। দুই পক্ষে বিরোধ দেখা দিলে তিনি ইজতেমায় অংশগ্রহণ করতে পারছেন না।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে ১১ ফেব্রুয়ারি। আর এর মধ্য দিয়ে ৫৭তম বিশ্ব ইজতেমার দুই ধাপের সমাপ্তি ঘটবে।
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামীকাল শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ভারতের মাওলানা সাদ কান্ধলভিকে আনার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আজ বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ময়দান পরিদর্শন শেষে দ্বিতীয় ধাপের ইজতেমা আয়োজকদের মুরব্বিদের সঙ্গে কথা বলেন ফরিদুল হক খান। পরে জেলা প্রশাসকের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, ‘মাওলানা সাদ সাহেবকে আনার জন্য তাঁর পক্ষের লোকজন কাজ করছেন। সরকারের সঙ্গেও তাঁদের কথা চলছে। আমরাও আলোচনা করছি। সমঝোতার মাধ্যমে হয়তো তাঁকে ইজতেমায় আনা সম্ভব হতে পারে। আমরা সেই চেষ্টাটাই করছি।’
মাওলানা সাদের আসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো হ্যাঁ বা না নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘মাওলানা সাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো হ্যাঁ বা না নেই। তবে এটা করতে গেলে সরকারের কিছু বাধ্যবাধকতা আছে, কিছু নিয়ম আছে। সে নিয়মের মাঝেই সবকিছু করতে হয়। এখানে সরকারের পক্ষে যাঁরা ডিফেন্সের লোক আছেন, অন্যান্য ক্ষেত্রে যাঁরা আছেন, তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কোনো কারণে যাতে বিশৃঙ্খলা না হয়, বা কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে তাঁদের দায়িত্ব থাকে। তারপরও আমি বলব, পরশু দিন রাতে হজরত মাওলানা আশরাফ মাদানী সাহেব এসেছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা আমরা রেকর্ড করেছি। তাঁর বক্তব্য চুলচেরা বিশ্লেষণ করে আলোচনার মাধ্যমে দেখব কিছু করা যায় কি না।’
দুই পক্ষের বিরোধ নিরসনের বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা দুই পক্ষের মধ্যকার যে বিরোধ তা নিরসনের আপ্রাণ চেষ্টা করছি। এ ব্যাপারে আজও মিটিং আছে। মিটিংটা হয়ে গেলে আমরা দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করব, তাদের নিয়ে বসব। আল্লাহ পাকের হুকুম হলে আবার দুই পক্ষ মিলেও যেতে পারে।’
এদিকে আজ বিকেলে সরেজমিন দেখা যায়, দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে এরই মধ্যে ইজতেমা মাঠে জড়ো হয়েছেন হাজারো মুসল্লি। মাঠ প্রায় ভরে গেছে। বাস, ট্রাক, পিকআপ ভ্যানে করে মুসল্লিরা ইজতেমা মাঠে আসছেন চারপাশে ১৩ প্রবেশপথ দিয়ে।
ইজতেমার আয়োজক তাবলিগের দুই পক্ষের একাংশের প্রধান সাদ কান্ধলভি। দুই পক্ষে বিরোধ দেখা দিলে তিনি ইজতেমায় অংশগ্রহণ করতে পারছেন না।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে ১১ ফেব্রুয়ারি। আর এর মধ্য দিয়ে ৫৭তম বিশ্ব ইজতেমার দুই ধাপের সমাপ্তি ঘটবে।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২১ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে