নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে দফায় দফায় দেওয়া হয়েছে কঠোর লকডাউন। বন্ধ থেকেছে যাত্রীবাহী পরিবহন। ঈদুল আজহার পর টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শেষে আজ সড়কে চলছে গণপরিবহন।
বুধবার ১১ আগস্ট সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে চলাচল করছে গণপরিবহনসহ দূরপাল্লার বাস।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীতে চলাচল করা বিভিন্ন রুটের গণপরিবহনে সকল সিটে যাত্রী নেওয়া হচ্ছে। ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আর রাখা হচ্ছে না আগের ভাড়ায় নিচ্ছে। এতে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে কিছু কিছু বাসে আসন সংখ্যার অধিক দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে। স্বাস্থ্যবিধির দিকে নজর দিলে দেখা যায়। বেশির ভাগ গণপরিবহনে চালক হেলপারের মুখে মাস্ক থাকছে না। অনেক যাত্রীরাও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করছেন।
আফজাল হোসেন নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন পর গণপরিবহন চালু হয়েছে তাতে আমি যাত্রী হিসেবে খুশি। লকডাউনে বাস না চলায় অফিসে যেতে ভোগান্তি হয়েছে, বেশি টাকা খরচ হয়েছে এবার এসবের অবসান হলো। তা ছাড়া এবার বাসে বাড়তি ভাড়াও উঠে গেছে। সব মিলে সাধারণ যাত্রীরা ভালোমতো যাতায়াত করতে পারবেন।'
বাসে বেশি যাত্রী নেওয়ার বিষয়ে জানতে চাইলে তুরাগ পরিবহনের হেলপার ইমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'আমরা বাসে বেশি যাত্রী নিতে চাচ্ছি না। সকালে অফিস টাইমে যাত্রীর চাপ থাকায় দুই একজন যাত্রী বেশি উঠে পড়ছেন। সে ক্ষেত্রে আমরা কি করব বলেন।'
এদিকে, কঠোর বিধিনিষেধ শেষে আগের চেনারুপে ফিরেছে রাজধানী। নগরীতে আর কোথাও নেই পুলিশের চেকপোস্ট। গণপরিবহনের পাশাপাশি সবকিছুই চলাচল করছে। সড়কে যানবাহনের চাপে হচ্ছে যানজট।
গণপরিবহন চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহন পূর্বের ভাড়ায় ফিরবে। সে ক্ষেত্রে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া থাকছে না। অতিরিক্ত ভাড়া কোন ভাবে আদায় করা যাবে না।
গণপরিবহনের চালক-হেলপার সুপারভাইজার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের প্রতিনিধিরা সবাইকে মাস্ক পড়তে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে হবে।
যাত্রার শুরু এবং শেষে যানবাহনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুনাশক স্প্রে করতে হবে। এ ছাড়া যানবাহনের মালিকদের যাত্রীদের হাত ব্যাগ ও মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে।
গণপরিবহনে স্বাস্থ্য বিধিসহ অন্যান্য বিধিনিষেধ মেনে চলতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে দফায় দফায় দেওয়া হয়েছে কঠোর লকডাউন। বন্ধ থেকেছে যাত্রীবাহী পরিবহন। ঈদুল আজহার পর টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শেষে আজ সড়কে চলছে গণপরিবহন।
বুধবার ১১ আগস্ট সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে চলাচল করছে গণপরিবহনসহ দূরপাল্লার বাস।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীতে চলাচল করা বিভিন্ন রুটের গণপরিবহনে সকল সিটে যাত্রী নেওয়া হচ্ছে। ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আর রাখা হচ্ছে না আগের ভাড়ায় নিচ্ছে। এতে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে কিছু কিছু বাসে আসন সংখ্যার অধিক দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে। স্বাস্থ্যবিধির দিকে নজর দিলে দেখা যায়। বেশির ভাগ গণপরিবহনে চালক হেলপারের মুখে মাস্ক থাকছে না। অনেক যাত্রীরাও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করছেন।
আফজাল হোসেন নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন পর গণপরিবহন চালু হয়েছে তাতে আমি যাত্রী হিসেবে খুশি। লকডাউনে বাস না চলায় অফিসে যেতে ভোগান্তি হয়েছে, বেশি টাকা খরচ হয়েছে এবার এসবের অবসান হলো। তা ছাড়া এবার বাসে বাড়তি ভাড়াও উঠে গেছে। সব মিলে সাধারণ যাত্রীরা ভালোমতো যাতায়াত করতে পারবেন।'
বাসে বেশি যাত্রী নেওয়ার বিষয়ে জানতে চাইলে তুরাগ পরিবহনের হেলপার ইমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'আমরা বাসে বেশি যাত্রী নিতে চাচ্ছি না। সকালে অফিস টাইমে যাত্রীর চাপ থাকায় দুই একজন যাত্রী বেশি উঠে পড়ছেন। সে ক্ষেত্রে আমরা কি করব বলেন।'
এদিকে, কঠোর বিধিনিষেধ শেষে আগের চেনারুপে ফিরেছে রাজধানী। নগরীতে আর কোথাও নেই পুলিশের চেকপোস্ট। গণপরিবহনের পাশাপাশি সবকিছুই চলাচল করছে। সড়কে যানবাহনের চাপে হচ্ছে যানজট।
গণপরিবহন চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহন পূর্বের ভাড়ায় ফিরবে। সে ক্ষেত্রে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া থাকছে না। অতিরিক্ত ভাড়া কোন ভাবে আদায় করা যাবে না।
গণপরিবহনের চালক-হেলপার সুপারভাইজার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের প্রতিনিধিরা সবাইকে মাস্ক পড়তে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে হবে।
যাত্রার শুরু এবং শেষে যানবাহনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুনাশক স্প্রে করতে হবে। এ ছাড়া যানবাহনের মালিকদের যাত্রীদের হাত ব্যাগ ও মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে।
গণপরিবহনে স্বাস্থ্য বিধিসহ অন্যান্য বিধিনিষেধ মেনে চলতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৩ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগে