Ajker Patrika

৮৬৮ কোটি টাকা পাচার: ৪ জনের নামে অভিযোগপত্রে দুদকের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে ইনকামিং ও আউটগোয়িং কলের ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচারের অভিযোগে করা পৃথক দুই মামলায় চারজনের নামে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি জানান।

দুদকের এ পরিচালক বলেন, এই দুই অভিযোগপত্র শিগগির আদালতে দাখিল করা হবে।

একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার। অন্যটির অভিযোগপত্রভুক্ত দুজন হলেন—ভিশন টেল লিমিটেডের এমডি রাসেল মির্জা ও চেয়ারম্যান এম বদিউজ্জামান।

অ্যাপল গ্লোবাল টেলের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার পাচার করা হয়েছে। আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ওই অর্থ পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এই মামলা করে দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। তিনিই এ মামলার তদন্ত করেন।

ভিশন টেলের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা মূল্যের ৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।

২০২১ সালের ১ ডিসেম্বর ভিশন টেলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে এ মামলাও করেন দুদকের পরিচালক জালালউদ্দিন আহম্মদ। এ মামলার তদন্তও করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

কালো টাকা সাদা করেছেন সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত