আদেশ জালিয়াতি: দুপচাঁচিয়া পৌর মেয়রের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১৮: ০২
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৯: ৪৬

আদেশ জালিয়াতির অভিযোগে করা মামলায় বগুড়ার দুপচাঁচিয়া পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এ আদেশ দেন। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, ‘২৭ মার্চ দিন বিষয়টি চেম্বার আদালতে আবারও শুনানি হবে।’

জানা গেছে, ২০০৭ সালে তৎকালীন পৌর চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। সেই অভিযোগ অনুসন্ধান করে সত্যতা পাওয়ায় পৌর চেয়ারম্যান (পরে মেয়র) জাহাঙ্গীর ও পৌরসচিব কার্তিকের বিরুদ্ধে দুদক মামলা করে। ওই মামলার বিচার চলা অবস্থায় আসামি জাহাঙ্গীর ও কার্তিকের পক্ষে আদালতে একটি স্থগিতাদেশ জমা দেওয়া হয়।

সেখানে দেখানো হয়, হাইকোর্ট ওই মামলা স্থগিত করেছেন। অনুসন্ধান করে জানা যায় উচ্চ আদালতের অন্য একটি মামলার নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভুয়া স্থগিতাদেশ বগুড়ার আদালতে দাখিল করা হয়েছে।

জালিয়াতির বিষয়টি নজরে আসায় হাইকোর্টের নির্দেশে মেয়রসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে গত বছর দুদক তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এদিকে মামলার পর থেকে আত্মগোপনে থাকা মেয়র জাহাঙ্গীর ৭ মার্চ আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠান বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালত। বগুড়ার আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করলে ২১ মার্চ তা মঞ্জুর হয়। পরে জামিনাদেশ স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত