নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারা দেশে আটক দলের নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হল রুমে সংবাদ সম্মেলনে আইনজীবীরা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন পরিচালনা করা সংবিধানসিদ্ধ মৌলিক অধিকার। এরূপ অধিকার পালনে রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো বাহিনীর বাধা দান, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের, অন্যায়ভাবে গ্রেপ্তার করার কোনো অধিকার নেই। নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর মহাসমাবেশের কর্মসূচি ছিল। বিদ্যমান আইনে ঢাকায় সভা-সমাবেশ করার ক্ষেত্রে ডিএমপি কমিশনারের অনুমতি গ্রহণের কোনো বাধ্যবাধকতা নেই। তবুও সমাবেশের বিষয়টি ডিএমপি কমিশনারকে লিখিতভাবে অবহিত করা হয়।
কায়সার কামাল বলেন, অতীতের মতো মহাসমাবেশ বানচাল করার লক্ষ্যে পুলিশ ক্ষমতাসীন দলের সহযোগিতায় এক সপ্তাহ আগে থেকে সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অসংখ্য নেতা–কর্মীকে গ্রেপ্তার করে। মিথ্যা মামলা দায়ের এবং পথে পথে নানা হয়রানি করা হয়।
এমনকি সমবেশপূর্ব রাতে তথাকথিত ককটেল উদ্ধারের নাটক সাজায় এবং সমাবেশের দিন ১২শর বেশি বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কাকরাইল মোড়ে বিএনপির সমাবেশে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর আক্রমণ করে।
লিখিত বক্তব্যে বলা হয়, পুলিশ বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের লোকদের আক্রমণে যুবদল নেতা শামিম মোল্লা নিহত হন। একজন পুলিশ কনস্টেবলও নিহত হন। পুলিশের টিয়ারসেলে গুরুতর আহত সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়া পরদিন মৃত্যুবরণ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে বহু সাংবাদিক গুরুতর আহত হন। ওই দিনের ঘটনায় ডিএমপির অধিভুক্ত বিভিন্ন থানায় ২৮টি মামলা দায়ের হয়েছে।
পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দায়ের করেছে। অথচ শামীম মোল্লা এবং সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা দায়ের হয়নি।
বিএনপির আইন সম্পাদক বলেন, ২৮ অক্টোবর পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। ওই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, মহাসচিবসহ অনেক নেতা-কর্মী গ্রেপ্তার, রিমান্ডে নেওয়া, বিএনপি অফিস তালাবদ্ধ করে রাখা সবই বিএনপিকে নেতৃত্বশূন্য করার নীল নকশার অংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, আইনজীবী সুব্রত চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভূঁইয়া ও গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারা দেশে আটক দলের নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হল রুমে সংবাদ সম্মেলনে আইনজীবীরা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন পরিচালনা করা সংবিধানসিদ্ধ মৌলিক অধিকার। এরূপ অধিকার পালনে রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো বাহিনীর বাধা দান, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের, অন্যায়ভাবে গ্রেপ্তার করার কোনো অধিকার নেই। নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর মহাসমাবেশের কর্মসূচি ছিল। বিদ্যমান আইনে ঢাকায় সভা-সমাবেশ করার ক্ষেত্রে ডিএমপি কমিশনারের অনুমতি গ্রহণের কোনো বাধ্যবাধকতা নেই। তবুও সমাবেশের বিষয়টি ডিএমপি কমিশনারকে লিখিতভাবে অবহিত করা হয়।
কায়সার কামাল বলেন, অতীতের মতো মহাসমাবেশ বানচাল করার লক্ষ্যে পুলিশ ক্ষমতাসীন দলের সহযোগিতায় এক সপ্তাহ আগে থেকে সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অসংখ্য নেতা–কর্মীকে গ্রেপ্তার করে। মিথ্যা মামলা দায়ের এবং পথে পথে নানা হয়রানি করা হয়।
এমনকি সমবেশপূর্ব রাতে তথাকথিত ককটেল উদ্ধারের নাটক সাজায় এবং সমাবেশের দিন ১২শর বেশি বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কাকরাইল মোড়ে বিএনপির সমাবেশে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর আক্রমণ করে।
লিখিত বক্তব্যে বলা হয়, পুলিশ বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের লোকদের আক্রমণে যুবদল নেতা শামিম মোল্লা নিহত হন। একজন পুলিশ কনস্টেবলও নিহত হন। পুলিশের টিয়ারসেলে গুরুতর আহত সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়া পরদিন মৃত্যুবরণ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে বহু সাংবাদিক গুরুতর আহত হন। ওই দিনের ঘটনায় ডিএমপির অধিভুক্ত বিভিন্ন থানায় ২৮টি মামলা দায়ের হয়েছে।
পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দায়ের করেছে। অথচ শামীম মোল্লা এবং সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা দায়ের হয়নি।
বিএনপির আইন সম্পাদক বলেন, ২৮ অক্টোবর পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। ওই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, মহাসচিবসহ অনেক নেতা-কর্মী গ্রেপ্তার, রিমান্ডে নেওয়া, বিএনপি অফিস তালাবদ্ধ করে রাখা সবই বিএনপিকে নেতৃত্বশূন্য করার নীল নকশার অংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, আইনজীবী সুব্রত চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভূঁইয়া ও গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে