৩০০ পর্বে ৩৬০ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যমুনা টিভির জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি ৩০০ পর্বের মাইল ফলক স্পর্শ করেছে। গতকাল শুক্রবার রাত ৯টায় ৩০০ তম পর্ব প্রচারিত হয়। 

৩০০ পর্ব পূর্তি উপলক্ষে রোহিঙ্গা সংকট নিয়ে তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধান করেছে টিম থ্রি সিক্সটি ডিগ্রি। 

২০১৪ সালের ৫ এপ্রিল ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির প্রথম পর্ব প্রচারিত হয়। এর মধ্যে মানবপাচার, দুর্নীতি, মাদক, স্বাস্থ্য-শিক্ষা, খাদ্যপণ্য, রোহিঙ্গা সংকটসহ গণমানুষের দু: দুঃখ দুর্দশা তুলে এনেছেন টিম থ্রি সিক্সটি ডিগ্রির সদস্যরা। স্বীকৃতিও মিলেছে অনেক। টিআইবি দুর্নীতি বিরোধী সেরা অনুসন্ধানী পুরস্কার, বজলুর রহমান স্মৃতি পদক, ডিআরইউ, ক্র্যাব, ইউনেসকো ও প্রথম আলো ট্রাস্ট মাদক বিরোধী পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার-স্বীকৃতি জমা পড়েছে এই অনুসন্ধানী টিমের ঝুলিতে। গত বছরও গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজিএন) এর সেরা অনুসন্ধানে জায়গা করে নেয় টিম থ্রি সিক্সটি ডিগ্রির একটি প্রতিবেদন। 

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও অনুসন্ধানের আলো ফেলেছে টিম থ্রি সিক্সটি ডিগ্রি। ৩০০ তম পর্ব এসে সব দর্শককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত