রাজধানীর খিলগাঁওয়ে ভাইয়ের হাতে বোন খুন

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ২০: ০৫
Thumbnail image
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন হয়েছেন। নিহতের নাম রুমি আক্তার (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই মো. বাবুল (৫৫)। ঘটনার পর ঘাতক আব্দুস সালামকে (৪০) আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খিলগাঁও পশ্চিম নবীনবাগ গার্মেন্টস গলির বাড়িতে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত রুমিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা জেলার বরুড়া থানার আবুল হাসেমের মেয়ে রুমি। তিন ছেলের জননী রুমি। ২-৩ বছর আগে রুমির স্বামী জহির অন্য একটি বিয়ে করে তাদের ছেড়ে চলে যায়। এরপর থেকে ৩ ছেলেকে নিয়ে নবীনবাগে বাবার বাসায় থাকত এবং অন্যের বাসায় কাজ করত।

ঘাতক সালামের স্ত্রী জুলেখা আক্তার জানান, তার স্বামী সালাম আগে অটোরিকশা চালেও বর্তমানে বেকার। কোনো কাজই করে না সে। এছাড়া নিয়মিত মাদকসেবন করে। এ নিয়েই প্রতিদিনই স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া হয়। দুই সপ্তাহ আগে এসব বিষয় নিয়ে সালাম তাকে প্রচণ্ড মারধর করে। তখন পরিবার সালিসে বিষয়টি মীমাংসা করে এবং সালাম আর নেশা করবে না প্রতিজ্ঞা করে।

জুলেখা আরও জানান, দুইদিন ধরে তাদের বাসায় কোনো বাজার নেই। এ নিয়ে আজ বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং ছেলে মেয়েকে নিয়ে জুলেখা বাবার বাড়িতে চলে যাবে বলে জানায়।

তখন সালাম ক্ষিপ্ত হয়ে ঝগড়া শুরু করে। বড় ভাই বাবুলকে বলে তার স্ত্রীকে আটকাতে। তখন বড় ভাই বাবুলও তার বিরোধিতা করে এবং বলেন, নেশা করা না ছাড়লে স্ত্রী চলে যাবেই। এই কথা বলাতে ঘর থেকে ধারালো কেচি এনে বড় ভাই বাবুলকে আঘাত করে সালাম। তখন ছোট বোন রুমি ঠেকাতে গেলে রুমির পিঠে আঘাত করে। পরে আহত অবস্থায় রুমি ও বাবুলকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খিলগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, নবীনবাগে মাদকাসক্ত ভাইয়ের কাচির আঘাতে ছোট বোন মারা গেছে। তাদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল। এই ঘটনায় বড় ভাই বাবুল (৫৫) আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুস সালামকে (৪৩) আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত