ঢাবি প্রতিনিধি
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ ছাত্র-শিক্ষক সমাবেশ ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব ও সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর, আলোকচিত্রী শহিদুল আলমসহ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
আবদুল লতিফ মাসুম বলেন, আবরার ফাহাদ একটি স্ট্যাটাস দিয়েছিল। আর সেই স্ট্যাটাস গায়ে লেগেছিল এই দেশের ভারতীয় স্বার্থের অনুগত আওয়ামী লীগ ও তার প্রতিপালিত গুন্ডাবাহিনীর কাছে। গুন্ডাবাহিনীর সহ্য হয়নি, তাঁকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে।
নুরুল হক নুর বলেন, বুয়েটে যারা ছাত্রলীগ করছে তাঁরা সবাই আবরারের খুনিদের মতো দুর্বৃত্ত, এটা বিশ্বাস করি না। আমরা মনে করি সেটা সত্যও নয়। অনেকেই হয়তো এই দুর্বৃত্তায়নের চরিত্র ধারণ করতে পারে। আমিও ছাত্রলীগ করেছি, তবে দুর্বৃত্তায়নের সঙ্গে নিজেকে জড়াইনি।
এ সময় অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান নুর। এ ছাড়া আবরার ফাহাদ হত্যাকরীদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তিনি।
অডিও কলে যুক্ত হয়ে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, ‘আমি সরকারের কাছে আহ্বান জানাই, আমার ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক। দোষীদের ফাঁসি চাই।’
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ ছাত্র-শিক্ষক সমাবেশ ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব ও সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর, আলোকচিত্রী শহিদুল আলমসহ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
আবদুল লতিফ মাসুম বলেন, আবরার ফাহাদ একটি স্ট্যাটাস দিয়েছিল। আর সেই স্ট্যাটাস গায়ে লেগেছিল এই দেশের ভারতীয় স্বার্থের অনুগত আওয়ামী লীগ ও তার প্রতিপালিত গুন্ডাবাহিনীর কাছে। গুন্ডাবাহিনীর সহ্য হয়নি, তাঁকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে।
নুরুল হক নুর বলেন, বুয়েটে যারা ছাত্রলীগ করছে তাঁরা সবাই আবরারের খুনিদের মতো দুর্বৃত্ত, এটা বিশ্বাস করি না। আমরা মনে করি সেটা সত্যও নয়। অনেকেই হয়তো এই দুর্বৃত্তায়নের চরিত্র ধারণ করতে পারে। আমিও ছাত্রলীগ করেছি, তবে দুর্বৃত্তায়নের সঙ্গে নিজেকে জড়াইনি।
এ সময় অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান নুর। এ ছাড়া আবরার ফাহাদ হত্যাকরীদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তিনি।
অডিও কলে যুক্ত হয়ে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, ‘আমি সরকারের কাছে আহ্বান জানাই, আমার ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক। দোষীদের ফাঁসি চাই।’
শিক্ষামন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় ভুক্তভোগী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করেছে ডিআইএ কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এই তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ প্রায় ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি কর
১ ঘণ্টা আগেনেত্রকোনায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
২ ঘণ্টা আগেঅংশগ্রহণকারীদের উদ্দেশে আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে মিথস্ক্রিয়ায় আপনারা সন্তুষ্ট কি না তা আমাদের নির্ভয়ে বলবেন। জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত আপনাদের প্রস্তাবিত সুপারিশগুলোর ওপর ভিত্তি করে আমরা সরকারের কাছে প্রতিবেদন পেশ করতে চাই। কমিশনের উদ্দেশ্য হলো সরাসরি মাঠপর্যায় থেকে জ
২ ঘণ্টা আগে