Ajker Patrika

ভিসা জটিলতায় এবার ভারতে যায়নি ওরস স্পেশাল ট্রেন

রাজবাড়ী প্রতিনিধি
মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরিফে আয়োজন করা হয়েছে ওরস। ছবি: আজকের পত্রিকা
মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরিফে আয়োজন করা হয়েছে ওরস। ছবি: আজকের পত্রিকা

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে হজরত আবদুল কাদের জিলানী (রা.)-এর বংশধর হজরত আল বাগদাদি আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম মওলাপাকের ১২৪তম ওরস শরিফ আজ অনুষ্ঠিত হবে। তবে ভিসা জটিলতায় এ বছর ওরসে ভক্তদের নিয়ে যেতে পারেনি রাজবাড়ীর ওরস স্পেশাল ট্রেন।

এ কারণে এ বছর মেদিনীপুরের সঙ্গে মিল রেখে আজ সোমবার থেকে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরিফে বড় পরিসরে ওরস শরিফ আনুষ্ঠানিকতার আয়োজন করেছে আঞ্জুমান-ই-কাদেরীয়া। এখানে বিভিন্ন বয়সী ভক্তবৃন্দের সমাগম হবে।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক আবদুর রশিদ জানান, বাংলাদেশ-ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরস স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। কিন্তু এ বছর সব প্রস্তুতি সম্পন্ন করার পরও ভিসা জটিলতায় যেতে পারেনি। এর আগে করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে ওরস স্পেশাল ট্রেন যায়নি। এই স্পেশাল ট্রেনটিতে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি রাতে রাজবাড়ী থেকে প্রায় ২ হাজারের বেশি ভক্ত রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যেতেন।

মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরিফে আয়োজন করা হয়েছে ওরস। ছবি: আজকের পত্রিকা
মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরিফে আয়োজন করা হয়েছে ওরস। ছবি: আজকের পত্রিকা

আবদুর রশিদ আরও জানান, গত বছর আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ওরসে যোগ দিতে রাজবাড়ী থেকে ওরস স্পেশাল ২৪টি বগি-সংবলিত ট্রেনে ১ হাজার ৩১৮ জন পুরুষ, ৮৫৩ জন নারী ও ৮৫ শিশুসহ মোট ২ হাজার ২৫৬ জন যাত্রী ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যান।

এ বিষয়ে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরিফের পেশ ইমাম হাফেজ শাহজাহান আজকের পত্রিকাকে জানান, প্রতিবছরের মতো এ বছরও বড় মসজিদ খানকা শরিফে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সঙ্গে মিল রেখে ওরস শরিফের আয়োজন করা হয়েছে। তবে এবার ভিসা না পাওয়ায় যে ভক্তবৃন্দ ও মুরিদানরা পশ্চিমবঙ্গে ওরসে যেতে পারেননি, তাঁরাও এখানকার ওরসে অংশ নেবেন। আজ মাগরিবের নামাজের পর থেকে সারা রাত চলবে ওরসের কার্যক্রম। ভোরে কিয়াম ও দোয়া-মোনাজাত শেষে ফজরের নামাজ শেষে তবারক বিতরণের মাধ্যমে শেষ হবে ওরস শরিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত