Ajker Patrika

স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে থানা করার পরামর্শ দিলেন জাফরউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে থানা করার পরামর্শ দিলেন জাফরউল্লাহ

আর কোথাও জায়গা না পেলে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের বাস ভবনে থানা নির্মাণের জন্য পরামর্শ দিয়েছেন ডা. জাফরউল্লাহ চৌধুরী। রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে উপস্থিত হয়ে এ পরামর্শ দেন তিনি। 

জাফরউল্লাহ চৌধুরী বলেন, ‘এই যে মাঠের সামনে ২৫ তলা ভবন এখান থেকে চার তলা নিয়ে থানা করেন, না হলে ডিসি- এসপিদের বড় বড় বাড়িতে থানা করেন। আর কোথাও জায়গা না পেলে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের বাস ভবনে থানা নির্মাণ করুক।’

জাফরউল্লাহ চৌধুরী আরও বলেন, ‘পুলিশ অনেক বড় ভুল করছে। এর ফলে জাতির ক্ষতি হবে। জাতির ফুসফুস নষ্ট হবে। তাই এখানে বাচ্চাদের খেলার সুযোগ করে দেন।’

স্বরাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে জাফরউল্লাহ বলেন, ‘আপনি একজন মুক্তিযোদ্ধা। আমি আশা করব কালকে থেকেই এখান থেকে ইট পাথর সরাবেন। নইলে আমার আর পথ থাকবে না। অনশন হোক আর যাই হোক এই আন্দোলনের পাশে আমি থাকব।’

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি রাশেদা কে চৌধুরী এবং মাঠ রক্ষার আন্দোলন করে পুলিশের হয়রানির স্বীকার হওয়া সৈয়দা রত্না। সমাবেশ থেকে বিকেলে মাঠে ক্রিকেট খেলার ঘোষণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত